নতুন দিল্লি, ৬ অক্টোবর: মার্কিন যুক্তরাষ্ট্রে 'হাউডি মোদি'-র মঞ্চে বাংলা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার দুর্গাপুজোয় (Durga Puja 2019) বাংলায় টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানালেন মোদি। বিশ্বজুড়ে দুর্গাপুজো পরম উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন। মোদি টুইটারে লিখলেন, মা দুর্গা শক্তি, সাহস এবং স্নেহের প্রতীক। সমাজের উন্নতির জন্য তাঁর আশীর্বাদ কামনা করি। টুইটারে যেভাবে মোদি বাংলায় শুভেচ্ছা জানালেন।
বিশ্বজূরে পরম উদ্দীপনার সঙ্গে দু্র্গাপুজা উদযাপিত হচ্ছে। এই বিশেষ মুহূর্তে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। মা দুর্গা শক্তি, সাহস এবং স্নেহের প্রতীক। সমাজের উন্নতির জন্য তাঁর আশীর্ব্বাদ কামনা করি।
— Narendra Modi (@narendramodi) October 6, 2019
এরপর এই টুইটটি ইংরেজিতেও করেন মোদি। আরও পড়ুন- প্রথা মেনে বেলুড় মঠে কুমারি পুজো, সমাগম প্রচুর ভক্তের
World over, Durga Puja festivities are taking place with full vigour. Greetings to everyone on this special occasion. Maa Durga epitomises strength, courage and compassion. We seek her blessings for the well-being of our society.
— Narendra Modi (@narendramodi) October 6, 2019
এদিকে, দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলায় টুইট করেছেন রাষ্ট্রপতি। তিনি লেখেন,"পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশের সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন। দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।"
Greetings and good wishes to fellow citizens in India and abroad on the auspicious occasion of Durga Puja. This is a celebration of the victory of good over evil. May Goddess Durga shower her blessings on us and enrich our lives with joy and prosperity #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) October 6, 2019
মহাষ্টমীতে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। টুইট বার্তায় মমতা লেখেন, সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা।
Greetings to all on the occasion of Maha Ashtami
সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2019
এদিকে, আজ, রবিবার মহাষ্টমী (Maha Ashtami)। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অঞ্জলি। নতুন জামাকাপড় পরে সবাই হাজির প্যান্ডেলে। চোখ বন্ধ করে পুরোহিতের কথা শুনে মন্ত্র উচ্চারণ করে ফুল হাতে অঞ্জলির পালা চলছে। অঞ্জলি সেরেই ঠাকুর দেখতে বের হওয়ার অপেক্ষা। গতকাল, মহাসপ্তমীতে জনপ্লাবনে ভাসার পর আজও প্রতিমা দর্শনে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হতে চলেছে। আজ দিনটায় সব উদ্বেগ ছেড়ে উৎসবে মিশে যাওয়ার পালা। যে কোনও বাঙালির কাছে বছরের এই দিনটা শুধুই উৎসবের। প্রথা মেনে বেলুড় মঠে চলছে কুমারী পূজার প্রস্তুতি।