হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান শিবের প্রিয় নাগ দেবতার পুজোর। নাগ পঞ্চমীর দিন করা হয় নাগ দেবতার বিশেষ পুজো। হিন্দু ধর্মে, শ্রাবণ মাসে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় নাগ পঞ্চমীর উৎসব। শ্রাবণ মাসে পুজো করা হয় ভগবান শিব ও তাঁর প্রিয় নাগ দেবতার। মান্যতা রয়েছে সর্প দেবতার পুজো করলে কুণ্ডলীতে সাপের দোষ থাকলে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মান্যতা রয়েছে এই দিনে সাপের পুজো করলে সাপের কামড়ে মৃত্যু হয় না। চলুন এবার জেনে নেওয়া যাক ২০২৪ সালের নাগ পঞ্চমী কবে।
নাগ পঞ্চমীর দিনটি উৎসর্গ করা হয় নাগ দেবতাকে। এই দিন দুধ দিয়ে পুজো করা হয় নাগ দেবতার। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় নাগ পঞ্চমীর উৎসব। ২০২৪ সালে নাগ পঞ্চমী পালিত হবে ০৯ আগস্ট, শুক্রবার। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে ৯ আগস্ট সকাল ০৮:১৫ মিনিটে এবং শেষ হবে ১০ আগস্ট সকাল ০৬:০৮ মিনিটে।
নাগ পঞ্চমীর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস। হিন্দু ধর্মে, অনেক গাছ এবং পশু-পাখিকে পুজো করা হয় দেব-দেবী রূপে। তবে সাপকে মনে করা হয় পৃথিবীর রক্ষক। এছাড়া মহাদেবের কাছেও খুব প্রিয় এই সাপ, তাই মহাদেবের গলায় মালার মতো জড়ানো থাকে সাপ। নাগ পঞ্চমীর দিন নাগ দেবতা ও ভগবান শিবের পুজো করলে পাপের নাশ হয়, ইচ্ছা পূরণ হয় এবং কালসর্প দোষ দূর হয়।