বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস শ্রাবণ। এই  মাসের প্রতি সোমবারে পূজিত হন মহাদেব। তাঁর পুজোর পাশাপাশি শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন পঞ্চমী তিথির অধিদেবতা নাগরাজ।তাঁর পুজোকে বলা হয় নাগপঞ্চমী। পৌরাণিক কাহিনি অনুসারে দেবী মনসার মধ্যস্থতায় সর্প নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই দিন পবিত্র নাগ পঞ্চমী হিসাবে পালন করা হয়। এই পবিত্র নাগ পঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনই দেবাদিদেবের আশীর্বাদও মেলে।

আগামীকাল( ২ আগস্ট, মঙ্গলবার) শ্রীশ্রী নাগ পঞ্চমীর পুজো অনুষ্ঠিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ১৭ই শ্রাবণ পঞ্চমী তিথি আরম্ভ হবে ভোর ৫ টা ১৫ মিনিটে শুরু হবে শ্রীশ্রী নাগ পঞ্চমী তিথি।আর পঞ্চমী তিথি শেষ হবে ১৮ শ্রাবণ ভোর ৫টা ৪২ মিনিটে।এই তিথিতেই শ্রীশ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজার পালন করা হবে।

নাগ পঞ্চমীর এই পুণ্যতিথিতে আপনার জন্য রইল শুভেচ্ছাবার্তা। এই শুভেচ্ছাবার্তা শেয়ার করুন পরিবারের সকল সদস্যদের।

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com