![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/12/Christmas-Day-Image-Quote-Set-two-6-380x214.jpg)
বছরের অন্যান্য উৎসবের মতো বড়দিনেও বন্ধু, প্রিয়জনদের শুভেচ্ছায় ভরিয়ে দেন প্রায় সকলেই। এখন বড়দিনের হুল্লোড়ে যুক্ত হয়েছে পশ্চিমী ছোঁয়া। তাই বড়দিনের আগের সন্ধ্যায় ক্রিস্টমাস ইভ (Christmas Eve)-এ প্রিয়জনকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানানোর জন্য অভিনব শুভেচ্ছা বার্তা এনেছে 'লেটেস্টলি বাংলা' (LatestLY)।