জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর মহাবীরের জন্মদিন উপলক্ষ্যে আজ পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী। বিহারের কুন্দগ্রাম এলাকায় জন্মগ্রহণ করেছিলে মহাবীর। জন্মসময়ে বর্ধমান হিসাবে ছিল তাঁর পরিচিতি। বিহারের রাজ পরিবারে রাজা সিদ্ধার্থ ও রানি ত্রিশলার কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে রাজ বিলাস ছেড়ে তিনি পরবর্তীতে ‘কেবলজ্ঞান’র পথে হাঁটেন। আধ্যাত্মিক দিকে পথ চলা শুরু হয় তাঁর। দেশের বিভিন্ন স্থানে ঘুরে তিনি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহের কথা বলেছেন।
মহাবীর জয়ন্তীতে জৈন ধর্মাবলম্বীরা বিশ্বের বিভিন্ন জায়গায় তাঁর আরাধনা করেন।আজ ( ১০ এপ্রিল)পালিত হতে চলেছে মহাবীর জয়ন্তী। চৈত্র মাসের শুল্কপক্ষের ত্রয়োদশী তিথিতে এই দিনটি পালিত হয়। আজকের এই পুণ্য দিনে আপনার জন্য রইল মহাবীরের কিছু অবিস্মরণীয় বাণী।