স্বাধীনতা দিবসের (Independence Day 2021) শুভেচ্ছা ২০২১৷ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ১৯৪৭-এর ১৫ আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছে৷ সেই থেকে প্রতি বছর ১৫ আগস্টে আমরা স্বাদীনতা দিবস উদযাপন করে আসছি৷ এই দিনের জন্য স্কুলের ছেলেমেয়েরা নানরকম প্রস্তুতি নেয়৷ তালিকায় জাতীয় পতাকা উত্তোলন-সহ মিষ্টি বিতরণ অনুষ্ঠান ছাড়াও থাকে শৌখীন পোশাকের প্রতিযোগিতা৷ এটা একটা গর্বের মুহূর্তে পরিণত হয়, যখন দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা প্রিয় স্বাধীনতা সংগ্রামীর পোশাক পরিধান করে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ যদিও এবছরে ছেলেমেয়েদের এই পোশাক প্রতিযোগিতার অনুষ্ঠানটি ভার্চুয়ালেই দেখা সম্ভব হবে৷ তাইবলে এই উৎসাহকে চেপে রাখার প্রয়োজন নেই৷ আরও পড়ুন-Independence Day of India: ৭৫-তম স্বাধীনতা দিবসের আগে ফিরে দেখা, ১৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য
নিজের শিশুর জন্য এই দিনটাকে স্পেশ্যাল করে তুলতে পারেন আপনিই৷ যদি বাচ্চার শৌখীন পোশাক প্রতিযোগিতা নিয়ে চিন্তিত থাকেন তাহলে এখানে রইল সমাধান৷
ভারত মাতা
এই স্বাধীনতা দিবসে মেয়েকে ভারত মাতা রূপে সাজাতে পারেন৷ সেজন্য আপনার চাই গেরুয়া, সাদা বা কমলারঙা শাড়ি৷ মাথায় মুকুট ও হাতে তেরঙ্গা জাতীয় পতাকা৷
মহাত্মা গান্ধী
এই ১৫ আগস্টে আপনার সন্তানকে জাতির জনক রূপে সাজাতে পারেন৷ সেজন্য বাচ্চাকে সাদা ধুতি পরিয়ে দিন৷ মাথায় মাখিয়ে দিন ত্বকের ন্যুড শেড৷ চোখে পরিয়ে দিন গান্ধী চশমা আর হাতে ধরিয়ে দিন লাঠি৷
বাল গঙ্গাধর তিলক
সন্তানকে সাজিয়ে তুলুন লোকমান্য তিলকের পোশাকে৷ বাল গঙ্গাদার হতে গেলে আপনার বাচ্চাকে পরাতে হবে সাদা পোশাক, নাকের নিচে নকল গোঁফ ও মাথায় লাল পাগড়ি৷
এছাড়াও আসন্ন স্বাধীনতা দিবসে আপনার সন্তানকে ঝাঁসীর রানির পোশাকে সাজাতে পারেন৷ কিম্বা ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা মঙ্গল পাণ্ডের পোশাকে৷