আগামীকাল (২ অক্টোবর, বুধবার) মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনাকাল।  হিন্দু পুরাণ অনুসারে, মহালয়ার দিনে পাঁচ সন্তান গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক-এর সঙ্গে বাপের বাড়ি আসার জন্য যাত্রা শুরু করেন দেবী দুর্গা। ২০২৪ সালে মহালয়া পালন করা হবে ২ অক্টোবর এবং দুর্গাপুজো শুরু হবে ৯ অক্টোবর। এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কাটিয়ে বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে ধুমধাম করে বিদায় জানানো হয় দেবী দুর্গা ও তার পরিবারকে।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে আজ ১ অক্টোবর (১৫ আশ্বিন, মঙ্গলবার) রাত ৯টা ৪১ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে আগামীকাল ২ অক্টোবর (১৬ আশ্বিন, বুধবার) রাত ১২টা ১৯ মিনিটে।