আজ মহা ষষ্ঠী। মায়ের বোধনের মধ্যে দিয়েই পুজো শুরু। ভোরের শিশির, রোদ ঝলমলে আকাশ, শিউলি ফুল, কাশের মেলা জানান দিচ্ছে আজ থেকে শুরু শারদোৎসব।  চারিদিকে সাজ সাজ রব। কুমোরটুলির ব্যস্ততা শেষে এখন শুধু আনন্দে মেতে ওঠা।তবু টুকটাক শেষ মুহূর্তের কেনাকাটি চলছে। দুর্গাপুজো বলে কথা! এরই মাঝে শুভেচ্ছা বার্তা পেতে কারই না ভাল লাগে।

তাই ষষ্ঠীর এই শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।