আজ মহানবমী, এই দিনটা বড়ই অদ্ভুত। একদিকে পুজোর (Durga Puja 2023) আনন্দ। অন্যদিকে, মনের অচিনপুরে কেউ যেন বাজিয়ে দিয়ে যায় বিসর্জনের (Visarjan) বাঁশি। শারদ বিসর্জনের প্রাক্কালে ধুনোর গন্ধের মত চারিদিকে ছড়িয়ে যায় নিস্তব্ধতার হাতছানি। এদিন সকাল থেকেই মন বলে পুজো যে আর মাত্র ২ টো দিন বাকি! ঠোঁটের কোণে আলতো হাসি তখন আলগোছে বলে দেয় - আরে! তাতে কী আবার তো বছর ঘুরেই মা আসবেন।
নবমীর এই সন্ধ্যায় 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।