Rail coach restaurant in Prayagraj (Photo Credit: X@ANI)

মহাকুম্ভকে রাজকীয়ভাবে সাজিয়ে তুলতে উত্তরপ্রদেশ সরকারের পাশাপাশি কোমর বেঁধে নেমেছে ভারতীয় রেল। যোগী সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে ভারতীয় রেলের তরফে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে স্টেশনগুলিও। প্রাথমিক ভাবে প্রয়াগরাজ জংশন-সহ এই ডিভিশনের সমস্ত স্টেশনের সংস্কারে হাত লাগিয়েছে রেল। সংস্কারের মধ্যে যেমন রয়েছে সৌন্দর্যায়ন, তেমনই আছে যাত্রী স্বাচ্ছন্দে নানা ব্যবস্থা। দীর্ঘ সফরের যাত্রীদের ক্লান্তি কাটাতে উত্তর-মধ্য রেলের তরফে প্রয়াগরাজ জাংশনে গড়ে তোলা হয়েছে  রেল কোচ রেস্তোরাঁ। রেলের তরফে যে বগিগুলো বাতিল করে দেওয়া হয়েছিল সেগুলোকেই রেস্তোরাঁ বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। মহাকুম্ভ উপলক্ষ্যে প্রতিটি শহরের একটি করে পয়েন্ট করা হয়েছে যেখানে এই সুবিধা থাকবে।জানা গেছে রেস্তোরাঁগুলি মহা কুম্ভ ২০২৫ উপলক্ষ্যে বিশুদ্ধ নিরামিষ খাবার পরিবেশন করবে।

প্রয়াগরাজ জংশনের সিভিল লাইনের পাশে ৬ নং প্ল্যাটফর্মের কাছে অত্যাধুনিক রেল কোচ রেস্তোরাঁটি স্থাপন করা হয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেস্তোরাঁর মালিক ঋষভ বলেছেন, "রেলওয়ের তরফে ট্রেনের যে বগিটি স্ক্র্যাপ করার কথা ছিল সেখানে একটি রেস্তোরাঁ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং রেলওয়ের মাধ্যমে টেন্ডার বরাদ্দ করা হয়েছে। আমরা মহা কুম্ভ ২০২৫ উপলক্ষ্যে একটি বিশুদ্ধ নিরামিষ রেস্টুরেন্ট স্থাপন করেছি।

প্রয়াগরাজ জংশনের অত্যাধুনিক রেল কোচ রেস্তোরাঁর মালিক কি বললেনঃ

 

এছাড়াও মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজ ডিভিশনের প্রতিটি রেল স্টেশনের দেওয়ালকে সাজিয়ে তোলা হচ্ছে বিশেষভাবে। প্রতিটি স্টেশনের দেওয়ালে তুলে ধরা হবে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দৃশ্যপট। হিন্দু পৌরাণিক কাহিনী যেমন  রামায়ণ, কৃষ্ণলীলা, ভগবান বুদ্ধ, ভগবান শিব, গঙ্গা আরতি এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলির পাশাপাশি প্রয়াগরাজের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক নানা দৃশ্য দেখতে পাবেন পুণ্যার্থীরা।

যে স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হয়েছে সেগুলি হল প্রয়াগরাজ জংশন, নৈনি জংশন, ফাফামাউ, প্রয়াগ, ঝুনসি স্টেশন, রামবাগ, ছেওকি, প্রয়াগরাজ সঙ্গম, সুবেদারগঞ্জ স্টেশন-সহ প্রয়াগরাজে অবস্থিত অন্যান্য স্টেশনগুলি।