Lakshmi Puja Wishes (File Photo)

Lakshmi Puja 2021 Wishes In Bengali: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। এমনিতেই বর্ষায় বিধ্বস্ত চতুর্দিক। তায় ধনদেবীর আরাধনায় চলছে তোরজোর। আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagari Laxmi Puja) আরাধনা হয়। বাঙালির ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। এদিন প্রতিটি বাঙালি ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন। বেশিরভাগ বাঙালিই বছরভর প্রতি বৃহস্পতিবার (Thursday) লক্ষ্মীর পুজো করে থাকে। এছাড়াও শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে (Diwali) লক্ষ্মীর পুজো হয়। লক্ষ্মীপুজো উপলক্ষে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার এই শুভেচ্ছা বার্তা।

Lakshmi Puja Wishes (File Photo)

Messages: দোলপূর্ণিমা নিশীথে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন

Lakshmi Puja Wishes (File Photo)

Messages: এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে, শুভ লক্ষ্মীপুজো

Lakshmi Puja Wishes (File Photo)

Messages: আশ্বিনের পূর্ণিমা রাত, শান্ত চারিধার, 'কে জেগে আছো', কোজাগরী খোঁজ নেন, অক্ষক্রীড়ায় মগ্ন থাকে যে জন, লক্ষ্মীদেবী ভরে দেন তার গৃহের অন্দর