Kaushiki Amabasya (Photo Credit:X)

আজ ( ২২অগস্ট, ২৫) কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা এমন এক অমাবস্যা, যে অমাবস্যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তেরা। এ বছরও দিনটির জন্য শক্তিসাধক ও মাতৃভক্তেরা, কালীভক্তেরা, তারাভক্তেরা অপেক্ষা করে আছেন। আজই সেই বিরল তিথি, সেই পুণ্যদিন। কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে বালক রূপে পূজিত হন বামাক্ষ্যাপা। কৌশিকী আমাবস্যার দিনে কথিত রয়েছে শুভশক্তির উত্থান আর অশুভ শক্তির পতন। আর এই বিশ্বাসে দূর দূরান্তের প্রচুর মানুষ আজকের দিনে নিজের পরিবার নিজের মানুষদের শুভ কামনায় ছুটে আসে তারাপীঠ মন্দিরে।সকাল থেকেই তারাপীঠ মন্দিরে লক্ষাধিক মানুষের ভিড়।  

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারা পীঠে তারা মায়ের মন্দির আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ভক্ত, পুণ্যার্থীদের জন্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও পুণ্যার্থীদের জন্য পুর পরিষেবা র বন্দোবস্ত করা হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে ভক্তদের ঢল। দূর দূরান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী তারা মায়ের মন্দিরে এসে পুজো দেবেন তারা মায়ের। কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভোর থেকে খুলে গেছে মন্দিরের গর্ভ গৃহ। গভীর রাত পর্যন্ত খোলা থাকবে তারা মায়ের মন্দির। তারা মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে এদিন।আজ সকাল ১১ টা ৫৮ মিনিট থেকে পরদিন শনিবার ১১ টা ৩৭ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে । তাই এই তিথিতে মাকে দর্শন করতে ভক্তদের ভিড় সকাল থেকেই -

 

একদিকে যেমন কথিত রয়েছে আজকের দিনে মা কৌশিকি রূপে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। ঠিক তার পাশাপাশি ,কথিত রয়েছে আজকের দিনেই সাধক বামাক্ষ্যাপা দর্শন পেয়েছিলেন মা তারার। আর সেই কারণেই আজকের দিনে তারাপীঠের সেবাই গোলক মহারাজের আয়োজনে করা হয়েছিল বালক রূপে বামাক্ষ্যাপার পূজা। পাশাপাশি নিশি পূজার আয়োজন। একদিকে বামাক্ষ্যাপাকে পুজিত করা হচ্ছে অন্যদিকে আজকের এই কৌশিকী অমাবস্যার শুভ লক্ষণে, যজ্ঞের মাধ্যমে মা তারার নিশি পূজার আয়োজন করা হবে।

কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ সহ তারাপীঠের আশেপাশের সমস্ত এলাকাতেই শুরু হয় এই নিশি যজ্ঞের আয়োজন। সাধক বামাক্ষ্যাপাকে বালক রূপে পূজিত হওয়া হোক বা নিশি পূজার এই যজ্ঞ দেখতে দূর দূরান্তের লক্ষাধিক মানুষ ছুটে এসেছেন এই তারাপীঠ মন্দিরে।