Kartik Purnima 2025: কার্তিক পূর্ণিমা আজ। কার্তিক পূর্ণিমার একটি বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। মনে করা হয়, কার্তিক পূর্ণিমার রাতেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর এবং তার ৩ পুত্রকে বধ করেছিলেন। ভগবান শিব কার্তিক পূর্ণিমায় ত্রিপুরাসুর এবং তার ৩ পুত্রকে বধ করার পর, স্বর্গের দেবতারা মর্তে নামেন। আনন্দে তাঁরা প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। কার্তিক পূর্ণিমায় ত্রিপুরাসুরকে বধ করার পর দেবতারা যেভাবে সেই দিনটিকে উদযাপন করেন, তা স্মরণ করেই পালন করা হয় কার্তিক পূর্ণিমা।
কার্তিক পূর্ণিমায় প্রদীপ জ্বালিয়ে দেবতারা যে দীপাবলি উদযাপন করেন, তাকে দেব দীপাবলি (Dev Deepavali) হিসেবে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: Kartik Puja 2025: কার্তিক পূজার পদ্ধতি, দেখে নিন কীভাবে তুষ্ট করবেন তাঁকে
কথিত আছে, কার্তিক পূর্ণিমার রাতে দেবতারা মর্তে নেমে গঙ্গা স্নান করেন এবং উদযাপন করেন দীপাবলি। দেবতারা প্রদীপ জ্বালিয়ে যে দীপাবলি উদযাপন করেন, তার নামই দেব দীপাবলি। ফলে দেব দীপাবলিতে সেজে ওঠে দেশের বিভিন্ন অংশ। বহু মানুষ কার্তিক পূর্ণিমায় প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উদযাপন করেন।
ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন বলে এই দিনটিতে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করা হয়।
পৌরাণিক কাহিনী অনুযায়ী, অসুর সম্রাট তারকাসুর বা ত্রিপুরাসুরের তিন পুত্র ছিল। যারা তারাকাক্ষ, কমলাক্ষ এবং বিদুনমালী নামে পরিচিত ছিল। পিতা তারকাসুর বা ত্রিপুরাসুরের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই তিনজন তপস্যা শুরু করে ব্রক্ষ্মাকে খুশি করতে। তিন অসুর পুত্রের তপস্যায় খুশি হয়ে ব্রক্ষ্মা তাদের বর দেন।
যে বরে ব্রক্ষ্মা জানান, এই তিন অসুর-পুত্রকে কেউ তখনই বধ করতে পারবে যখন আকাশে অভিজিৎ নক্ষত্রের উদয় হবে। ব্রক্ষ্মার ওই বর পেয়ে অসুর-পুত্ররা চরম শক্তিশালী হয়ে ওঠে এবং স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে অত্যাচার শুরু করে।
ওই সময় তারকাসুর বা ত্রিপুরাসুরের তিন পুত্রের আতঙ্কে দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণু তাদের বধের পরিকল্পনা করেন। দিব্য রথে চড়ে ভগবান শিব ওই সময় বিষ্ণুর তীর দিয়ে ত্রিপুরাসুরের তিন পুত্রকে বধ করেন।
কার্তিক পূর্ণিমায় যখন আকাশে অভিজিৎ নক্ষত্রের আগমণ হয়, সেই সময় দেবাদিদেব দিব্য রথে চড়ে ওই তিন অসুরকে বধ করলে দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিন অসুর বধের আনন্দে দেবতারা ওই সময় মর্তে নেমে আসেন। তাঁরা কাশীতে গিয়ে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন খুশিতে।
মনে করা হয়, ওই সময় থেকেই কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালনের রীতি রয়েছে। কার্তিক পূর্ণিমা দেশের বিভিন্ন অংশে পালিত হলেও, বারাণসীতে সবচেয়ে ধুমধাম করে পালন করা হয়।