Kartik Puja (Photo Credit: FB)

Kartik Puja 2025: আগামীকাল অর্থাৎ ৫ নভেম্বর কার্তিক পূজা। ৪ নভেম্বর অর্থাৎ আজ শুরু হচ্ছে কার্তিক পূর্ণিমা। তবে ৫ নভেম্বর হবে পূজা। কার্তিক পূজা ধুমধাম করে হয় বাংলার বেশ কয়েকটি অঞ্চলে। বর্ধমানের কাটোয়া থেকে শুরু করে হুগলির বাঁশবেড়িয়া, বহু জায়গায় এই কার্তিক পূজা হয়। পূজা প্যান্ডেলগুলির পাশাপাশি বহু বাড়িতেও হয় কার্তিক পূজা।

আরও পড়ুন: Kartik Puja 2025: সন্তান লাভের জন্য কার্তিক পুজো করুন, নিয়ম জানেন কীভাবে করবেন, রইল তালিকা

কার্তিক পূজার পদ্ধতি কেমন অর্থাৎ কীভাবে কার্তিক পূজা করবেন 

কার্তিক পূজা অনেকটা কালী পূজার মত। সারা রাত ধরে এই পূজা করা হয়। রাতের চার প্রহর ধরে কার্তিক পূজা করেন পুরোহিতরা।

কার্তিক পূজা করা হলে, প্রথমে বরণ করা হয়। তারপর হয় অধিবাস এবং ঘট স্থাপন। গোটা রাত ধরে ৪ প্রহরে পূজার পরদিন ভোগ নিবদন করা হয়। তারপর আরতি, বরণ সেরে বিসর্জন সম্পন্ন করা হয়।

কার্তিক পূজায় হোম বা যজ্ঞ করা হয় নিয়ম মেনে। কালী পূজায় যেমন হোম বা যজ্ঞ করা হয়, তেমনি কার্তিক পূজার ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলা হয়।

কার্তিক পূজার জন্য মূর্তি প্রতিষ্ঠা হয় অস্থায়ীভাবে। এরপর ধূপ, দ্বীপ জ্বেলে মন্ত্র উচ্চারণ করে পূজা সম্পন্ন করা হয়।

কার্তিক পূজায় পুরোহিত যেমন নিয়ম মেনে সবকিছু করেন, তেমনি বাড়ির সদস্যদের ব্রত কথা শুনতে হয়। এতে যেমন নিঃসন্তানের সন্তানলাভ হয়, তেমনি সংসারে সুখ, সমৃদ্ধিও বৃদ্ধি পায়।