Kartik Puja (Photo Credit: FB)

Kartik Puja 2025: আগামী ৫ নভেম্বর কার্তিক পুজো। গোটা দেশ যখন দেব দীপাবলি উদযাপিত হবে, সেই সময় বাংলায় পুজো হবে কার্তিক ঠাকুরের। ৪ নভেম্বর থেকে পূর্ণিমা শুরু হচ্ছে। থাকছে ৫ নভেম্বর পর্যন্ত। তবে কার্তিক পুজো হবে পূর্ণিমার উদয়া তিথি অনুসারে অর্থাৎ ৫ নভেম্বর।

কার্তিক পুজোর শুভক্ষণ 

৪ নভেম্বর পূর্ণিমা শুরু হচ্ছে। ৪ নভেম্বর রাত ১০.৩৬ মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা।

পূর্ণিমা থাকছে ৫ নভেম্বর সন্ধে ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।

তবে ৫ নভেম্বর সকাল ৭.৫৮ থেকে কার্তিক পুজোর শুভ মুহূরৎ শুরু হচ্ছে। তাই ৫ নভেম্বরই পুজোর নিদান রয়েছে।

ওইদিন সকাল ৭.৫৮ থেকে ৯.২০ মিনিট পর্যন্ত কার্তিক পুজোর শুভ মুহূরৎ রয়েছে। ওই সময়ের মধ্যে পুজো করলে, সসবচেয়ে ভাল ফল মিলবে বলছে পঞ্জিকা।

কার্তিক পুজো কেন করা হয়

কার্তিক মাসে পূর্ণিমায় কার্তিক পুজো করার একাধিক কারণ যেমন বর্ণিত রয়েছে তেমনি ফলাফলও রয়েছে বিস্তারিতভাবে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কার্তিক পুজো করলে সন্তান লাভ হয়। তাই অনেকে সন্তান লাভের জন্য কার্তিক পুজো করেন।

সংসারে সমৃদ্ধি চাইলে তাঁরা কার্তিক পুজো করতে পারেন।

কার্তিককে যোদ্ধা হিসেবে বর্ণিত করা হয়। তাই সংসার থেকে জীবিকা, যে কোনও ধরনের যুদ্ধ জয়ে যাতে কেউ কার্তিকের মত বীরত্ব অর্জন করতে পারেন, তার জন্য এই পুজো করা হয়।

প্রচলিত ধারনা, বিশ্বাস থেকে পুজো 

কার্তিক পুজোর আগের রাতে বা ভোরে অনেকের বাড়িতে ঠাকুর রাখা হয়। মূল দরজার সামনে রেখে যাওয়া হয় কার্তিক ঠাকুর। বন্ধু বান্ধব থেকে পাড়া প্রতিবেশী, অনেকেই মজা করে পরিচিতদের  বাড়ির সামনে কার্তিক রেখে যান। বিশেষ ধারনা অনুযায়ী, কার্তিক পুজো করলে, সন্তান লাভ হয়। তার জন্যই অনেকে কার্তিক ঠাকুর রেখে যান।

সন্তান লাভের পাশাপাশি সংসারে শ্রীবৃদ্ধিও হয় এই পুজোর ফলে। তাই অনেকেই কার্তিক মাসে এই পুজো করেন ধুমধাম করে।