বাঙালির বারো মাসে তেরো পার্বণ । একের পর এক উৎসব লেগেই রয়েছে । জগদ্ধাত্রী পুজো শেষে বাঙালির ঘরে ঘরে কার্তিক পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । সাধারণত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয় । বাংলা পঞ্জিকা মতে এবছর কার্তিক পুজো ৩০ শে কার্তিক, অর্থাৎ সোমবার । ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক পুজো পড়েছে ১৭ নভেম্বর । তবে পূর্ণিমা তিথি অনুযায়ী আগামীকাল কার্তিকের পুজো অনুষ্ঠিত হবে।

কার্তিকের ছ'টা মাথা । দশ মাথার জন্য রাবণকে যেমন দশানন বলা হয়,তেমনই কার্তিককে ষড়ানন ।আজ ষড়াননের পুজোতে শেয়ার করুন শুভেচ্ছা বার্তা-