Kargil Vijay Diwas 2022:দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করতে সমগ্র ভারত জুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শেয়ার করুন ছবি Facebook,Whatsapp, Twitter এ

আজ  ২৬ শে জুলাই, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের উদযাপন দিবস। আজকের দিনকে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয় গোটা ভারতজুড়ে। কার্গিলের যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর দ্বারা সংঘটিত সর্বশ্রেষ্ঠ যুদ্ধগুলির মধ্যে একটি। ১৯৯৯ সালের মে মাস থেকে জুলাইয়ের মধ্যে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় যুদ্ধটি সংঘটিত হয়েছিল। পাকিস্তানি সৈন্যদের দ্বারা 'সিমলা চুক্তি' লঙ্ঘনের ফলেই এই রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত।পাকিস্তানের সাথে ভারতীয় সেনাবাহিনীর যে চারটি বড় যুদ্ধ হয়েছিল তার মধ্যে কার্গিল যুদ্ধই ছিল শেষ যুদ্ধ। এর আগে ১৯৪৭,১৯৬৫ এবং ১৯৭১ সালে  ভারত-পাকিস্তান যুদ্ধে অবতীর্ণ হয়েছিল।  এই যুদ্ধে ভারত হারিয়েছিল ৫২৭ জন বীর যোদ্ধাদের আহত হয়েছিলেন প্রায় ১৪০০ বীর জওয়ান। এই কার্গিল বিজয় দিবস অপারেশন বিজয় দিবস নামেও পরিচিত। সৈন্যদের প্রতি তাদের সম্মান প্রদর্শনের জন্য তাই প্রত্যেক ভারতীয়র কর্তব্য এই দিনকে স্মরণ করা। আজকের এই পুণ্য দিনে তাই আমাদের প্রতি রইল তাদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।