দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা কাটিয়ে বাঙালি এবার দেবী জগদ্ধাত্রীর অপেক্ষায়। মা কালীর বিসর্জনের পরই হৈমন্তিকার আরাধনায় মেতে ওঠে বঙ্গবাসী। । এই দেবীকে '' বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পুজো করা হয়। নদিয়ার কৃষ্ণনগর ও গঙ্গাপাড়ের শহর চন্দননগরে এখন সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলতি বছর কবে থেকে শুরু পুজো? মহানবমী কবে? দেখে নিন একনজরে।
পঞ্জিকামতে আজ ষষ্ঠী তিথি, তাই আগামীকাল সপ্তমী তিথি থেকেই শুরু পুজো (Jagadhatri Puja 2025)। চন্দননগরে সপ্তমী থেকে দশমী পর্যন্ত চার দিন ধরে পুজো চলে, কিন্তু কৃষ্ণনগর-সহ অনেক জায়গাতেই মূলত নবমীর দিনেই প্রধান পুজো সম্পন্ন হয়। এই দিনই সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো একসাথে করা হয়। আগামী ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার পঞ্জিকা মতে নবমী তিথি। এই দিনটিকে সাধারণত 'জগদ্ধাত্রী পুজো হিসাবে গণ্য করা হয় এবং অধিকাংশ জায়গায় জাঁকজমকপূর্ণ পুজো ও উৎসব এই দিনেই হয়।
নবমী তিথিতে কখন হবে অঞ্জলি?
নবমীর এই শুভ তিথিতে কখন পুষ্পাঞ্জলি বা অন্যান্য পুজো হবে, তার সঠিক সময় স্থানীয় পঞ্জিকা ও পুজোর রীতিনীতি অনুযায়ী ভিন্ন হতে পারে। সাধারণত সকালে পূর্বাহ্ন পুজো ও মধ্যাহ্ন পুজো সম্পন্ন হয় এবং সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পুজো শেষ হয়।এই বছর নবমী তিথির সূচনা হবে ৩০ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০:০৬ মিনিট থেকে ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার, সকাল ১০:০৫ মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হবে।