চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। ২০২৪ সালে, চৈত্র মাসের পূর্ণিমা তিথি পড়ছে এপ্রিলের ২৩ তারিখ, মঙ্গলবার। এই দিনটি হনুমানজির সকল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি। এই শুভ দিনে সূর্যোদয়ের সময় অঞ্জনী মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিল পবনের পুত্র হনুমানের। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী।

মঙ্গলবারকে বলা হয় বজরংবলীর দিন। ভক্তরা প্রতি সপ্তাহের মঙ্গলবার দিনটিতে হনুমানজির পুজো করেন। এই বছর হনুমান জয়ন্তীর তিথিও পড়েছে মঙ্গলবার। তাই এই বছর হনুমান জয়ন্তীর গুরুত্ব আরও প্রভাবশালী হয়ে উঠেছে, বেড়ে গিয়েছে এই দিনের গুরুত্বও।

২৩ এপ্রিল হনুমান জির পুজোর সময় সকাল ০৯:০৩ মিনিট থেকে দুপুর ০১:৫৮ মিনিট পর্যন্ত এবং রাতে পুজোর সময় রাত ৮:১৪ মিনিট থেকে রাত ০৯:৩৫ মিনিট পর্যন্ত। বছরে দুবার পালিত হয় হনুমান জয়ন্তী উৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় প্রথম হনুমান জয়ন্তী উৎসব এবং কার্তিক মাসের চতুর্দশী তিথিতে বিজয় দিবস হিসেবে পালিত হয় দ্বিতীয় হনুমান জয়ন্তী উৎসব।