Haj 2025 (Photo Credit: X@airnewsalerts)

ভারতের হজ কমিটি ২০২৫ সালের হজযাত্রার জন্য দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন রাজ্য থেকে তিন হাজার ৬৭৬ জন আবেদনকারীকে হজ ২০২৫ -এর জন্য অস্থায়ী আসন বরাদ্দ করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে যে এই আবেদনকারীদের এই মাসের ২৩ তারিখের আগে হজের অর্থের জন্য দুই লাখ ৭২ হাজার ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদনকারীদের এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও বলা হয়েছে। ভারতের হজ কমিটি জানিয়েছে এক লাখ বাইশ হাজার তীর্থযাত্রী এই বছর হজের আধ্যাত্মিক যাত্রায় যোগদান করবে।

২০২৪ সালের অগস্ট মাসে  ২০২৫ সালের প্রস্তাবিত ভারত থেকে সৌদি আরবে হজ করতে যাওয়ার আবেদনপত্র চালু করেছিল হজ কমিটি অফ ইন্ডিয়া। হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইইও লিয়াকত আলি আফাকি এক বিজ্ঞপ্তি জারি করে সেই তথ্য জানিয়েছিলন।  ভারতীয় নাগরিকদের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল  ১৩ আগস্ট, এবং আবেদন করার শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর।তবে, যেসব আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ২০২৬ সালের ১৫ জানুয়ারি অবধি মেয়াদ রয়েছে তারাই কেবল আবেদন করার যোগ্য। হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে কিংবা ‘হজ সুবিধা’ অ্যাপের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন।এবার তাঁদের আবেদনের মধ্যে থেকেই হজ কমিটি দ্বিতীয় তালিকা প্রকাশ করল।

 

এই বছর ভারতের হজ কমিটি ১লাখ ২২ হাজার তীর্থযাত্রীকে হজ যাওয়ার অনুমতি প্রদান করেছে। হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হবে ২৯ এপ্রিল, ২০২৫ থেকে, চলবে ৩০ মে পর্যন্ত। তবে, হজযাত্রা শেষে ভারতীয় হজ যাত্রীদের প্রত্যাবর্তন শুরু হবে ১১ জুন থেকে, চলবে ১০ পর্যন্ত।