আমেদাবাদ: অযোধ্যার (Ayodhya) নির্মীয়মাণ রাম মন্দিরের (Ram temple) জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা জিনিস উপহার পাঠানো হচ্ছে। শুক্রবার যেমন আমেদাবাদ (Ahmedabad) থেকে অযোধ্যাগামী (Ayodhya) একটি রথের (chariot) যাত্রা শুরু হল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM Bhupendra Patel) পতাকা নাড়ানোর পর। আরও পড়ুন: Swami Vivekananda Jayanti 2024: আর কিছু দিন পরেই জাতীয় যুব দিবস, তাঁর আগে রইল স্বামী বিবেকানন্দের জীবন থেকে তুলে আনা পাঁচটি মজার ঘটনা
৭০০ কেজির ওই রথে করা পাঠানো হচ্ছে ৪৫০ কেজির বিশেষ একটি ঢাক যা নাগাড়া (Nagada) নামেই পরিচিত। অযোধ্যার রাম মন্দিরের জন্য ওই ঢাকটি তৈরি করেছেন সর্ব ভারতীয় ডাবগার সমাজ (All India Dabgar Samaj)। আরও পড়ুন: Swami Vivekananda Birthday Special: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর আগে জেনে নিন কোন কোন সিনেমাতে স্বামীজির জীবনী উঠে এসেছে
দেখুন ভিডিয়ো:
#WATCH | Gujarat CM Bhupendra Patel flagged off a chariot from Ahmedabad to Ayodhya carrying a special 'Nagada' weighing 450 kg. The chariot weighs 700 kg and has been made by 'All India Dabgar Samaj' for the Ram temple in Ayodhya. pic.twitter.com/wIQcLAfAHv
— ANI (@ANI) January 5, 2024