File Image

Ganga Dussehra 2022 Wishes In Bengali: গঙ্গায় ডুব দিলে পাপস্খালন হয়। এই বিশ্বাস আমাদের চিরকালের। তাইতো প্রায়শ্চিত্তের কারণেই প্রতিবছর বহু মানুষ গঙ্গা দর্শনে হিমালয়ে পাড়ি দেয়। হিন্দু পুরাণ অনুসারে গঙ্গা হল ব্রহ্মার অংশ, যা ভগবান বিষ্ণুর পা থেকে  আবির্ভূত হয়ে শিবের জটার মধ্যে দিয়ে পৃথিবীতে অবতরণ করেছে। গঙ্গার পৃথিবীতে অবতরণের দিনটিই গঙ্গা দশেরা  (Ganga Dussehra 2022 Wishes) হিসেবে পালিত হয়। চলতি বছরে আগামী বুধবার ৯ জুন গঙ্গা দশেরা পালিত হবে। এই দিনে গঙ্গায় ডুব দেওয়া অতি পুণ্য়ের কাজ বলে মনে করা হয়।

বিশ্বাস করা হয় যে গঙ্গা দশেরার দিন গঙ্গাস্নান করলে ব্যক্তি পূর্বকৃত পাপ থেকে মুক্তি পেয়ে যায়। গঙ্গা দশেরার দিন গঙ্গাস্নান করে ওঠার পর দানধ্যান করাই শ্রেয়। কারণ এই দানধ্যানের মাধ্যমে স্নান আচারের সমাপ্তি ঘটে।

গঙ্গা দশেরা উপলক্ষে আগে থেকেই আত্মীয় পরিজন বন্ধু স্বজনকে শেয়ার করুন LatestLY বাংলার এই শুভেচ্ছবার্তা।

File Iamge
File Image
File Image
File Image
File Image