Ganesh Chaturthi 2019: গণেশ চতুর্থীর নির্ঘন্ট, শুভ মুহূর্ত ও গণেশ পুজোর মাহাত্ম্য জানুন
গণেশ চতুর্থী (Photo Credits: File Photo)

Ganesh Chaturthi 2019: হিন্দু ধর্মে অনেক দেবদেবী পূজিত হন। কখনওবা জাঁকজমকভাবে, আবার কখনো ছোটখাটো করে। এক একটি রাজ্যে এক একরকম বিশেষত্ব রয়েছে। সেরকমই এক বিশেষ পুজোর হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২ সেপ্টেম্বর ২০১৯ পালন গণেশ পুজো (Ganesh Puja) পালিত হবে। বহুকাল ধরেই এই উৎসব পালিত হয়ে আসছে। মহারাষ্ট্রে (Maharashtra) এই উৎসব ধুমধাম করে পালিত হয়। গনেশ পুজোয় মুম্বই সেজে ওঠে কলকাতার মতোই থিম পুজো প্যান্ডেলে। কোথাও গনেশ বাহুবলি, কোথাওবা স্পাইডারম্যান। টানা ১০ দিন ধরে চলে গনেশ পুজো।

গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত ও নির্ঘন্ট-

সোমবার ২ সেপ্টেম্বর ২০১৯ সকাল ৪.৫৬ মিনিট থেকে চতুর্থী শুরু হবে।

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০১৯ রাত ১.৫৩ পর্যন্ত গণেশ চতুর্থীর সময়সীমা।

পূজার নির্ঘন্ট: সকাল ১১ টা থেকে দুপুর ১১.৪৫ পর্যন্ত। আরও পড়ুন, গণেশ চতুর্থী নিয়ে সাজো সাজো রব মুম্বইয়ে, সপ্তাহখানেক আগেই গণপতি বাপ্পা হাজির মণ্ডপে

গণেশ চতুর্থীর বিধি-

১. গণেশ চতুর্থী বিভিন্ন পূজা মণ্ডপ ও ঘরে ঘরে পালন করা হয়।

২. এই শুভদিনে আপনিও ঘরে প্রতিমা এনে পুজো করতে পারেন।

৩. লাল কাপড় বিছিয়ে মন্ত্র পরে প্রতিমা স্থাপন করুন।

৪. দুর্বা ও গেঁদা ফুল, ধুপ- প্রদীপ দেখিয়ে পূজা করুন।

৫. গনেশ লাডডু ও মোদক খুব পছন্দ করেন।

৬. দিনে দু' বেলা পুজো করে আরতি করুন।

৭. এভাবেই ৯ দিন একটানা পুজো করে দশমীতে জলে বিসর্জন দিতে হবে।

গণেশ চতুর্থীর মাহাত্ম্য:

বিধিমতো ১০ দিন ধরে গণেশ পুজো করলে অনেক সুখ, শান্তি ও ঐশ্বর্যপ্রাপ্তি হয়। বলা হয় তাঁকে ভক্তিভরে পুজো করলে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। আর তাঁর জীবন খুশিতে ভোরে ওঠে। ভাদ্রমাসের শুক্লপক্ষে গণেশের আরাধনা সর্বোত্তম বলে মনে করা হয়।