গণেশ চতুর্থী নিয়ে সাজো সাজো রব মুম্বইয়ে, সপ্তাহখানেক আগেই গণপতি বাপ্পা হাজির মণ্ডপে
গণেশ পুজো। (Photo credits: File image)

মুম্বই, ২৬ অগাস্ট:  Ganesh Chaturthi 2019: হাতে মাত্র সাত দিন। তারপরই সবচেয়ে বড় উৎসবে গা ভাসাতে চলেছে মুম্বই (Mumbai)। আগামী ২ সেপ্টেম্বর, সোমবার মহাসমারোহে গণেশ পুজো হবে দেশজুড়ে। কলকাতা যেমন দুর্গাপুজোর শহর, মুম্বইয়ে তেমন গণেশ পুজো। গণেশ পুজোকে ঘিরে সাজো সাজো রব বলিউডের শহরে। কলকাতায় যেমন ষষ্ঠী পড়ার আগেই, মহালয়াতেই দুর্গাঠাকুর প্যান্ডেলে আসতে শুরু করে, তেমনই গণেশ পুজোর সপ্তাহখানেক আগেই মুম্বইয়ের বিভিন্ন জায়গার মণ্ডপে গণপতি এসে গিয়েছেন। মহারাষ্ট্রে গণেশ পুজো ১০ দিনের মহোৎসব। চলতি বছর ১২ অগাস্ট হবে গণেশ পুজোর অনন্ত চতুর্দশী। সেইদিনই হবে বর্ণাঢ্য বিসর্জন। আম মানুষ থেকে সেলেবরা একযোগে গণপতির পুজোয় সামিল হন।

পুরাণ মতে ভাদ্রমাসের শুক্লা চতুর্থীতেই গজানন হয়ে পুনর্জন্ম হয়েছিল মহাদেব এবং আদি শক্তির ছেলে বিনায়কের। নবজন্মের পর শিবের গণদের অধিদেবতার দায়িত্ব পাওয়ায় তাঁর নাম হয় গণেশ। তাই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত। ছত্রপতি শিবাজির হাত ধরেই মুম্বই সহ মহারাষ্ট্রে গণেশ পুজোর এত রমরমা। মুম্বইয়ের লালবাগচা রাজা গণেশ পুজোর জন্য খুবই বিখ্যাত। সেখানেও প্রস্তুতি শেষের পথে। আরও পড়ুন-মনমোহন সিং- য়ের নিরাপত্তায় কোপ, এসপিজি থেকে জেড প্লাস

চলতি বছর মুম্বইয়ের কিছু জায়গা সহ মহারাষ্ট্রে বন্য়ার কারণে গণেশ পুজোয় কিছুটা বেদনার ছায়া আছে। তবে মুম্বইকরদের বিশ্ব বন্দিত স্পিরিটে গণেশ পুজো এবারও জমকালো হতে চলেছে। ইতিমধ্যেই বলিউডের শহরের বিভিন্নপ্রান্তে মণ্ডপ তৈরি হয়ে গিয়েছে।   এবার গণেশ পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।