Sawan First Monday In Kashi

বারাণসী : আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের (Sawan Month) প্রথম সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ভিড় জমেছে। ভগবান মহাকালের ভস্ম আরতি করা হয় প্রথম সোমবার, এই উপলক্ষ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) গতকাল গভীর রাত থেকেই দীর্ঘ লাইন দিয়েছেন। ভক্তরা অনেকেই বাবার দর্শনের জন্য ১০-১২ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন।

এবার ভক্তদের জন্য হুইলচেয়ার, প্রতিবন্ধী ও বয়স্ক ভক্তদের জন্য বিনামূল্যে ই-রিকশার ব্যবস্থা করা হয়েছে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধামেও ভক্তদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

আরও পড়ুন : Manali Video: পর্যটকদের স্বর্গরাজ্য মানালি-র এখনকার অবস্থা দেখলে আঁতকে উঠবেন

ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সমস্ত ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাবার দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাবা বিশ্বনাথ ধামের আশেপাশে অনেক জায়গায় বড় এলইডি টিভির মাধ্যমে বাবা বিশ্বনাথের দর্শনের সরাসরি সম্প্রচারও হবে। এ সময় গরমের কথা মাথায় রেখে ভক্তদের জন্য খাবার জল, পাখা ও কুলারের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেখুন টুইট