সুবিশাল পাহাড়। সুন্দর পরিবেশ। প্রকৃতির ঢেলে দেওয়া সব সৌন্দর্য। আর রাস্তা দিয়ে চলেছে পর্যটকদের গাড়ি। বাঙালির চিরকালের স্বপ্নের ঘুরতে যাওয়ার জায়গা কুলু-মানালি। হিমাচলপ্রদেশের মানালিকে অনেকেই ভারতের সুইজারল্যান্ড বলেন। ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর গানের সুর দিয়ে দিলেই মানালির ভিডিয়ো পারফেক্ট 'ইনস্টা স্টোরি'। কিন্তু সেই মানালিকে এখন দেখলে চিনতে পারবেন না। মানালির এখন আতঙ্কপুুরী। গত ২৪ ঘণ্টায় অবিরত প্রবল বৃষ্টির পর মানালির বেশীরভাগ অংশ জলের তলায়। জলের তোড়ে ভেসে গিয়েছে মানালির সব গুরুত্বপূর্ণ রাস্তা।
আমি, আপনি যে রাস্তা দিয়ে মানালির সৌন্দর্য উপভোগ করেছিলাম, সে সব জলে ভেসে গিয়েছে। মানালিতে আসা কিছু পর্যয়কদের গাড়িও জলের স্রোতে ভেসে গিয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি, হোটেল। চলছে উদ্ধারকাজ।
মানালি এখন মৃত্যুপুরীর মত থমথমে, আর জলের গর্জন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুলুর বাসস্ট্যান্ড জলের তোড়ে পুরোটাই ভেসে গিয়েছে। সিমলা, মানালিতে চলছে ব্যাপক ভূমিধস।
দেখুন মানালির অবস্থা
Several cars washed away in Manali#HimachalPradesh pic.twitter.com/IcJmdIJ0mn
— Weatherman Shubham (@shubhamtorres09) July 9, 2023
দেখুন প্রবল বৃষ্টির পর এখন মানালির অবস্থা
Visual from Manali 💔 pic.twitter.com/HTQ9ElgExI
— Go Himachal (@GoHimachal_) July 9, 2023
এখন মানালির হাল
VIDEO | A portion of highway washed away due to massive flow of water in Beas river in Manali, Himachal Pradesh due to continuous rainfall in the region. Amid bad weather, authorities have urged tourists to avoid 'unnecessary travel'. pic.twitter.com/aFJJIn3NVc
— Press Trust of India (@PTI_News) July 9, 2023
পড়ে যাচ্ছে গাড়ি
Early Morning Scene Of Kullu manali pic.twitter.com/fRy18nvi7O
— Go Himachal (@GoHimachal_) July 9, 2023
দেখুন চলতি বছর শীতে মানালির ভিডিয়ো
It was my first ever snow fall 💖
Manali you beauty , everything about you is beautiful 🥺❤️#Manali pic.twitter.com/2fo49CGOJi
— Upasana Rath (@upasana_07) February 4, 2023
অত্যাধিক বৃষ্টিপাতের কারণে হিমাচলপ্রদেশের কুলুর বেশ কিছু এলাকায় ভূমিধসের খবর আসছে। যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা। আবহাওয়া দফতরের সতর্কতা ছিলই। শুধু হিমাচলপ্রদেশ নয়, উত্তরাখন্ড, দিল্লি, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। প্রশাসনের তরফে শুরু হয়েছে ভূমিধ্বস পরিষ্কার করার কাজ। যদি হতাহতের কোন খবর মেলেনি।