আজ (২৮ সেপ্টেম্বর, ২০২৩) গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে ফাতেহা দোয়াজ দাহাম। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদ। সেই কারণে এই দিনটি নবী দিবস হিসেবেও প্রচলিত।
আরবী ভাষায় 'ফাতেহা' শব্দের অর্থ মোনাজাত, দোয়া,বা প্রার্থনা ৷ 'দোয়াজ দাহাম' শব্দবন্ধের অর্থ বারো৷ অর্থাত্ 'ফাতেহা দোয়াজ দাহাম'- এর অর্থ একত্রে বারোর প্রার্থনা ৷ এই বারো আসলে আরবি মাস 'রবিউল আউয়াল'- র ১২ তারিখ, যেদিন বিশ্ব নবী হজরত মহম্মদ জন্ম গ্রহণ করেছিলেন ৷ তাই ফাতেহা দোয়াজ দাহাম আসলে বিশ্ব 'নবীর জন্মদিবস, সেই উপলক্ষ্যে দোয়া প্রার্থনা করা ৷ এ প্রসঙ্গে বলে রাখা যাক, আরবী ভাষায় 'রবিউন' শব্দ থেকেই রবিউল শব্দ এসেছে ৷ যার অর্থ বসন্ত বা সবুজের সমারোহ ৷ ইতিহাস বলছে নবী বা হজরত মহম্মদ যে বছর মা আমিনার গর্ভে আসেন সেই বছর মক্কার শুষ্ক মরুভূমি প্রাণবন্ত হয়ে ওঠে ৷ সেই বছর গাছে গাছে প্রচুর ফুল ও ফল ধরে ৷ কোরাইশ সম্প্রদায় সেই কারণে ওই বছরকে আনন্দ, খুশি ও সঞ্জীবণের বছর আখ্যা দেন ৷
আজকের এই বিশেষ দিনে রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা-