আজ চতুর্দশী তিথি পেড়িয়ে শুরু হবে কার্তিকা মাসের অমাবস্যা তিথি, তবে দুদিন অমাবস্যা থাকায় কোন দিন দীপাবলি পালিত হবে, তা নিয়ে টানাপোড়েন রয়েছে অনেকের মনে।এ বছর ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৪ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং ২১ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৩ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। ২০ অক্টোবর প্রদোষ ব্যাপিনী অমাবস্যা থাকার কারণে এদিনই দীপাবলি পালন করা শাস্ত্র সম্মত।সাধারণত প্রদোষ কালে দীপাবলির পুজো করা হয়। আর ঠিক  এই সময় অনেকেই লক্ষ্মী-গণেশ এবং কুবেরের পুজো করেন। একেই দীপান্বিতা লক্ষ্মী পুজো বলা হয়। আজ (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৮ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত লক্ষ্মী-গণেশের পুজোর শুভক্ষণ রয়েছে। এ সময় প্রদোষ কাল ও স্থির লগ্ন থাকবে, যা লক্ষ্মী-গণেশের পুজোর জন্য উত্তম। এদিন দীপাবলির পুজোর জন্য ১ ঘণ্টা ১১ মিনিট সময় থাকবে।

এই পুজোর আগে সকল শুভানুধ্যায়ীদের পাঠান শুভেচ্ছা বার্তা-

Dwippanita Lakshmi Puja 2025