
কলকাতা: মহালয়ার পরে প্রতিপদ থেকে শুরু হয়েছে নবরাত্রি উদযাপন। মা শৈলপুত্রীর আরাধনা দিয়ে শুরু হয়েছে আদ্যাশক্তির আরাধনা। সমস্ত জাতিভেদ ভুলে মানুষ মেতে উঠেছে আনন্দোৎসবে। সাবেকিয়ানার পাশাপাশি চলছে থিমের দাপট। বাঙালিরা অবশ্য ষষ্ঠী থেকে পুজো শুরু করি।
এর মাঝেই অভিনব ভাবে মা দুর্গার (Durga Puja 2023) আরাধনায় মাতলেন বিশেষ লিঙ্গের (transgender community) মানুষরা। কলকাতার ধর্মতলার ট্রাম ডিপোতে ( Kolkata Esplanade Tram Depot) থাকা হেরিটেজ ট্রাম চৈতালিকে (Heritage Tram 'Chaitali') মণ্ডপ (Pandal) বানিয়ে শুরু করলেন দুর্গা পুজো। দুজনকে মা দুর্গাকে অস্ত্র সজ্জায় সজ্জিত করছেন। এপ্রসঙ্গে উদ্যোক্তাদের একজন বলেন, "এই প্রথম এই ধরনের ঘটনা ঘটছে। পুজোটা আমরা কলকাতার ধর্মতলা ট্রাম ডিপোতে করছি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: Durga Puja Pandal in the Heritage Tram 'Chaitali' decorated by members of the transgender community
One of the members says, "For the first time, it is happening. We are doing it in the Kolkata Esplanade Tram Depot," pic.twitter.com/L1P5s20SD9
— ANI (@ANI) October 18, 2023
মণ্ডপটি যিনি তৈরি করেছেন সেই সায়ন্তনী ঘোষ বলছেন, "আমরা স্বীকৃতি (acceptance) চাই। আমাদের লড়াই (struggle) স্বীকৃতির জন্য। সহানুভূতি (sympathy) নয় আমাদের দরকার সহমর্মিতা (empathy)। মা দুর্গা সবার মধ্যে বিরাজ করছেন। মা দুর্গা অত্যন্ত প্রতীকী (symbolic)।" আরও পড়ুন: Durga Puja 2023: মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাতে আজ উন্মোচন কুমার শানুর দুর্গাপুজোর, থাকবেন অভিনেতা ধর্মেন্দ্র (দেখুন পোস্ট)
#WATCH | Kolkata, West Bengal: "We want acceptance. Our struggle is for acceptance...We need empathy, not sympathy...Durga Maa stays amongst everyone. Durga Maa is very much symbolic," says Sayantani Ghosh who decorated Durga Puja Pandal pic.twitter.com/OWNfn5CwNU
— ANI (@ANI) October 18, 2023