Durga Puja 2023: মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাতে আজ উন্মোচন কুমার শানুর দুর্গাপুজোর, থাকবেন অভিনেতা ধর্মেন্দ্র (দেখুন পোস্ট)
kumar shanu Durga Puja Photo Credit: Instagram

কুমার শানু,  ৯০-এর দশকে বলিউডের সুরজগতের অন্যতম নক্ষত্রের নাম।  আশিকি থেকে শুরু হয়ে ১৯৪২ লাভ স্টোরি হয়ে যার জয়যাত্রা এখনও অব্যাহত। তাই বাঙালি তো বটেই, কোনও ভারতীয়কেও নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়েনা এই নাম। সেই কুমার শানুই ২০২২ সাল থেকে মুম্বইয়ের বুকে লোখান্ডওয়ালায় শুরু করেছেন দুর্গাপুজো।  এম বি সি এ (MBCA Durgotsav 2023)নামক সেই দুর্গাপুজোর আজ (১৮ অক্টোবর) উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ও কুমার শানু সহ আরও অনেকে। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে সবাইকে আসার অনুরোধ জানিয়ে সেই পোস্ট করেছেন গায়ক নিজেই। দেখুন-

 

 

View this post on Instagram

 

A post shared by Kumar Sanu (@kumarsanuofficial)

 

View this post on Instagram

 

A post shared by Kumar Sanu (@kumarsanuofficial)