Mamata On Durgapuja (Photo Credit: X@Maruti1947)

এবার শারদোৎসব সেপ্টেম্বরে । ফলে ঐতিহ্য মেনে খুঁটিপুজোর পরেই  শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ। জুলাইয়ের শেষ প্রান্তে এসে শারদোৎসবের প্রস্তুতি শুর করে দিয়েছে রাজ্য সরকারও। হাতে বাকি মাত্র ৬০দিন। চলতি বছরের ২১ সেপ্টেম্বর মহালয়া এবং  ২৮ সেপ্টেম্বর মহা ষষ্ঠী,  তাই জুলাই মাসের শেষ দিনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সকল পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসবেন।

এদিন বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ওই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সদস্যরা ও কলকাতা ও জেলার পুজো উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি এদিনের আলোচনায় অংশ নেবে পুলিশ, পুরসভা, দমকল, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরাও।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার এই বৈঠকে কত টাকা পুজো-অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, সে দিকে নজর রয়েছে অনেকেরই। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কতটা অর্থ কোষাগার থেকে পুজোয় খরচের জন্য বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী, সেটা অন্যতম আলোচনার বিষয় হতে চলেছে বলে মত অনেকেরই।

অনুদানের পরিমাণঃ-

  • ২০১৯ সালে অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা।
  • ২০২০ ও ২০২১ সালে করোনাকালীন সময়ে তা এক ধাক্কায় ৫০ হাজার টাকা করা হয়
  • ২০২২ সালে অনুদানের অঙ্ক বেড়ে ৬০ হাজার
  • ২০২৩ সালে ৭০ হাজার টাকা করা হয়।
  • ২০২৪ সালের জুলাই মাসে সমন্বয় বৈঠকে পুজোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

২০২৪ সালে পুজো উদ্যোক্তাদের তরফে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার আবেদন জানানো হয়। প্রতিশ্রুতি না দিলেও  মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘এ বার এটাই রাখুন, সামনের বার কথা দিচ্ছি ভাল কিছু হবে।’’ সেই ভাল কিছু কী, স্পষ্ট হতে পারে এ দিনই।