Belur Math Sandhipujo Photo Credit: Youtube

রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৭টা ১২ মিনিট অবধি সম্পন্ন হয়েছে সন্ধিপুজো। যা মানা হয়েছে পঞ্জিকার সূর্য সিদ্ধান্ত মতে। তবে বেলুড় মঠে যে কোনও পুজো ও আচার অনুষ্ঠান হয় বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে। তাই আশেপাশের অন্যান্য সর্বজনীন পুজোর থেকে বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট একটু আলাদা। সকাল ১১টা ৪৩ মিনিটে শুরু হয়েছে সেই পুজো। ঘরে বসে লাইভ দেখুন সেই পুজো-

১৯০১ সালে প্রথমবার মায়ের পুজো হয় বেলুড়ে।দুর্গাপুজোর কয়েকদিন আগে, বেলুড় মঠে দুর্গাপুজো করার স্বপ্ন দেখেছিলেন স্বামীজি। সেই সময়েই আবার স্বামী ব্রহ্মানন্দজি স্বপ্নে মা দুর্গাকে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে গঙ্গা পেরিয়ে আসতে দেখেছিলেন।স্বামীজি সেই কথা শুনে অবিলম্বে দুর্গাপুজোর প্রস্তুতি নেন। তখন থেকেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দেবী দুর্গার পুজো হয়ে আসছে সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশন গুলিতে।

আজ(১১ অক্টোবরম শুক্রবার) সকাল সাড়ে ৫ টায় শুরু হয়েছে মহাষ্টমী পুজো। সকাল ৯ টায় হয়েছে কুমারী পুজো। এবং কিছুক্ষণ আগেই শুরু হয়েছে

অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো । সন্ধিপুজো চলবে সকাল ১১ টা ৪৩ থেকে থেকে দুপুর ১২ টা ৩১ পর্যন্ত।