আশ্বিনের শারদ প্রাতে বাঙালি মেতে উঠেছে দুর্গোৎসবে । মা এসেছেন মর্ত্যলোকে । তাই চারিদিকে খুশির হাওয়া । দূর্গাপূজার আজ মহা পঞ্চমী । ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে মায়ের আগমন হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ষষ্ঠী তে মায়ের বোধন হলেও পঞ্চমী তে ঘট বসানো হয় ।
তো, পূজো শুরু হয়ে গেছে । কিন্তু আপনি কি নিজের কাছের মানুষ ও বন্ধুদের মহা পঞ্চমীর (Maha Panchami) র শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ? যদি না পাঠিয়ে থাকেন, তাহলে আপনার জন্য রইলো লেটেস্টলি বাংলার (Latestly Bangla)তরফ থেকে রইল মহা পঞ্চমীর (Panchami) র  বাছাই করা শুভেচ্ছা বার্তা। যা আপনি অনায়াসেই ফেসবুক, হোয়াটস অ্যাপ দিয়ে পাঠাতে পারবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের।