Dhanteras 2025: দীপাবলির আগে ধনতেরাস। আর এই ধনতেরাসে মা লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরির পুজো করা হয়। মনে করা হয়, ধনতেরাসের দিন সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত পাত্র নিয়ে মর্তে আসেন ধন্বন্তরি। আর সেই ধন্বন্তরির নাম অনুসারে পালন করা হয় ধনতেরাস।
ধনতেরাসের (Dhanteras) আগে ঘর, বাড়ি সব সাফ সুতরো করা হয়। মনে করা হয়, পরিষ্কার ঘরেই মা লক্ষ্মী, কুবের দেবতার আগমণ হয়। ঘর পরিষ্কার না থাকলে, মা লক্ষ্মী আসেন না। মনে করা হয় এমন। তাইতো ধনতেরাসের আগে থেকে মানুষ ঘর, বাড় পরিষ্কার শুরু করেন।
৫ দিন ধরে গোটা ভারত জুড়ে দীপাবলি পালন করা হয়। এই দীপাবলি (Diwali 2025) উৎসবের প্রথম দিনই হল ধনতেরাস। যেদিন ভক্তিভরে পুজো করে, সন্ধ্যায় যম দেবতাকে তুষ্ট করা হয়। ধনতেরাসের এই শুভ উৎসবে গোটা দেশ মাতোয়ারা হয়ে ওঠে। এই দিন বহু মানুষ কেনাকাটা করেন বিভিন্ন রীতি মেনে। তবে ধনতেরাসে কিথু বিধি নিষেধ রয়েছে সমানভাবে।
দেখে নিন ধনতেরাসে কী কী করা যাবে বা করতে হয়
ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর দান বলে মনে করা হয়। তাই ধনতেরাসে ঝাড়ু কিনুন।
মনে করা হয়, পরিষ্কার, পরিচ্ছেন বাড়িতে মা লক্ষ্মী আসেন। তাই ধনতেরাসের আগে ঘর, বাড়ি পরিষ্কার করে ফেলুন।
ধনতেরাসে গরুকে খাওয়ান। গুড় এবং রুটি খাওয়ান গরুকে এইদিন।
ধন্বন্তরিকে যেহেতু আয়ুর্বেদের রাজা বলে মনে করা হয়, তাই এদিন অসুস্থ মানুষকে ওষুধ দিন। তাঁদের পথ্য খাওয়ান। এতে উপকার পাবেন।
ধনতেরাসে মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে তুষ্ট করতে তাঁদের মন্ত্র উচ্চারণ করুন।
এই দিন শুভ জিনিসপত্র কিনতে পারেন। মা লক্ষ্মীর সঙ্গে যা যা সংযোজিত, তা এইদিন কিনতে পারেন। তাতে শুভ ফল পাবেন।
ধনতেরাসে কী কী করবেন না
ধনতেরাসে ধার, ছুঁচলো জিনিসপত্র কিনবেন না কখনও। ছুরি, কাঁচির দিকে ভুলেও হাত বাড়াবেন না।
ধনতেরাসে কিছু বিক্রি করবেন না। জীবনের সঙ্গে সংযোজিত কোনও জিনিস এইদিন বিক্রি করবেন না।
ধনতেরাসে নিরামিষ খাবার খান। মাছ, মাংস, ডিম খাবেন না। পেঁয়াজ, রসুনের মত তামসিক গুণ সম্পন্ন খাবারও এড়িয়ে চলুন।
ধনতেরাসে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান।
ধনতেরাসে কারও কাছ থেকে টাকাপয়সা ধার করবেন না।
ধনতেরাসে ঘরে প্রদীপ জ্বালান। পারলে বাড়ির প্রত্যেক কোনা আলোয় ভরিয়ে তুলুন।
ধনতেরাসে যম দেবতাকে তুষ্ট করুন। মূল দরজার বাইরে দক্ষিণ দিক মুখ করে চার মুখের প্রদীপ জ্বালান।
এইদিন কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। চিৎকার, চেঁচামেচি এড়িয়ে চলুন।
ধনতেরাসে জুয়া খেলবেন না। মদ্যপান করবেন না। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।