Dhanteras Online, Offline Shopping (Photo Credit: Latestly)

Dhanteras 2025 Online vs Offline Shopping:  পাঁচ দিনের দীপাবলি (Diwali 2025) উৎসব যখন দরজায় কড়া নাড়ে, তার সূচনা হয় ধনতেরাস (Dhanteras) দিয়ে। এ বছর ১৮ অক্টোবর পড়েছে ধনতেরাস। যেদিন মা লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরির পুজো করা হবে। ভক্তিভরে এদিন পুজো করলে, নির্দিষ্ট বা অল্প কিছু জিনিস কিনলে সৌভাগ্য় তরান্বিত হয় বলে মনে করেন অনেকে।

ধনতেরাস মানেই সোনার দোকানে ভিড়। সোনার পাশাপাশি রুপোর গয়না কিংবা বাসনপত্র কেনার ধুম পড়ে যায়। তবে সোনা, রুপোর পাশাপাশি অনেকে স্টিল, তামার জিনিসপত্রও কেনেন। তাই ধনতেরাস শুধুমাত্র সম্পদ সঞ্চয় বা সোনা বা রুপো কেনার দিন নয়। এর প্রকৃত সারমর্ম হল, স্বাস্থ্য, সমৃদ্ধি এবং একটি নতুন, শুভ সূচনা। যার মধ্যেই ধনতেরাসের অর্থ নিহিত বলে মনে করা হয়।

আরও পড়ুন: Dhanteras 2025: সোনা যদি বেশি দামি হয়, তাহলে ধনতেরাসে এই জিনিসগুলি অবশ্যই কিনুন সৌভাগ্য ফেরাতে, দেখুন সম্পূর্ণ তালিকা

ধনতেরাসের নামকরণ করা হয়েছে আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর নামে।

এই ধন্বন্তরি সম্পর্কে পৌরাণিক কাহিনীতে রয়েছে,  সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী অমৃত কলস হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই পাত্রটি সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের প্রতীক। এই দিনেই ধন্বন্তরি অমৃত কলস হাতে নিয়ে নিয়ে আবির্ভূত হয়েছিলেন বলে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়।

ধনতেরাসে বিশেষ পুজো যেমন করা হয়, তেমনি মানুষ কেনাকাটা করেন। অনলাইন বা অফলাইনে এই কেনাকাটা করা হয়। আগে মানুষ দোকানে, বাজারে গিয়ে কেনাকাটা করতেন, বর্তমানে অনেকেই সেই ধারা বদলে ফেলেছেন। বেস্ট ডিল দেখে তাঁরা অনলাইনে কেনাকাটা করে ফেলেন। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল কিংবা বিগ বিলিয়ন ডে উপলক্ষ্যে মানুষ হুবহু অনলাইনে কেনাকাটা করেন। ধনতেরাস এবং দীপাবলির ক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্বন করা হয়। তবে কোথায় সেরা ডিল মিলবে, তা দেখেই মানুষ এইদিন কেনাকাটা করেন।

তবে অনলাইনে যেমন বিপুল ছাড়ের ইঙ্গিত দেওয়া হয়, তেমনি দোকান বা বাজারে গেলে, সেখান থেকে ঝাড়াই বাছাই করে মানুষ কেনাকাটা করেন। অনলাইনে যেমন দর কষাকষি করা যায় না, দোকান বাজারে মানুষ দামাদামি করে তবেই জিনিসপত্র কেনেন।

আধুনিক জীবনে অনলাইন কেনাকাটা করবেন না কি দোকান বাজারে গিয়ে কেউ দর কষাকষি করে জিনিস কিনবেন, তা তাঁর বর্তমান জীবনধারার উপর নির্ভর করে। অনলাইন বা অফলাইনে কিনলে, কোন জিনিসটি উপযুক্ত দরদামে মিলবে, তা ঝাড়াই বাছাই করে, তবেই কেনাকাটা করেন মানুষজন।