Dhanteras Shopping (Photo Credit: Latestly)

Dhanteras 2025: ধনতেরাস (Dhanteras) হল ৫ দিনের দীপাবলি উৎসবের প্রথম দিন যা গোটা দেশ জুড়ে পালন করা হয়। এই দিন ভক্তি ভরে পুজো করে ঘরে সম্পদ, সমৃদ্ধি, সুস্বাস্থ্যকে আহ্বান করা হয়। ঘর, বাড়ি সব পরিষ্কার করে, প্রদীপ জ্বালানো হয়। পুজো করা হয়। মা লক্ষ্মী, ধনদেবতা কুবের এবং ধন্বন্তরির আশীর্বাদ পেতে ধনতেরাসে মানুষ পুজো করেন। এই দিন সোনা, রুপো, তামাস, স্টিলের মত ধাতু কেনা হয়। যা সৌভাগ্যকে আমন্ত্রণ জানায়। আনন্দ, উৎসবের মাধ্যমে এই দিন সংসারের সমৃদ্ধি কামনা করা হয় ঈশ্বরের কাছে। তাইতো প্রত্যেকবারের মত এবারও ধনতেরাসপালন করছে গোটা দেশ। 

আরও পড়ুন:  Dhanteras 2025: মা লক্ষ্মী, কুবেরের কৃপা পেতে ধনতেরাসে কী করবেন আর কী করবেন না, দেখে নিন

ধনতেরাসের তারিখ

১৮ অক্টোবর ধনতেরাস পালন করা হবে দেশের বিভিন্ন রাজ্যে। এই দিন মা লক্ষ্মী, ধন্বন্তরি এবং ধনদেবতার পুজো করা হয়। ধুপ, দ্বীপ জ্বেলে মা লক্ষ্মীর পুজো করা হয়। প্রার্থনা করা হয়, পরিবারের সমৃদ্ধির।

ধনতেরাসে কীভাবে আপজনদের শুভচ্ছা জানাবেন দেখুন...

ধনতেরাস মানেই পরিবারের সমৃদ্ধি প্রার্থনা করা হয়

ধনতেরাসে সুস্বাস্থ্যের প্রার্থনাও করা হয়

ধনতেরাস মানেই ভক্তি ভরে পুজোর দিন

ধনতেরাসে সুখ, সমৃদ্ধির আবাহন করেন মানুষ

ধনতেরাস দিয়েই দীপাবলি উৎসবের সূচনা 

ধনতেরাসে মানুষ মা লক্ষ্মীর পাশাপাশি কুবের এবং ধন্বন্তরির পুজোও করেন ভক্তি ভরে