Diya, Representational Image (Photo Credit: Pixabay)

Dhanteras 2025: এ বছর ১৮ অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে ধনতেরাস। শনিবার বিকেল থেকে প্রায় গোটা দেশ জুড়ে ধনতেরাসের পুজো চলবে। ধনতেরাসে ধন্বন্তরি এবং মা লক্ষ্মীর পুজো করা হয় একসঙ্গে। মনে করা হয়, এই দিন মা লক্ষ্মীর কৃপা পেলে সংসার সম্পদে ভরে ওঠে। সেই বিশ্বাস থেকেই ধনতেরাসে মা লক্ষ্মী পূজিত হন ভারতীয়দের ঘরে ঘরে।

ধনতেরাসে যমরাজকে তুষ্ট  করতে প্রদীপ জ্বালানো (Yama Deepam) হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, ধনতেরাসের রাতে যমরাজ ঘুরতে শুরু করেন প্রতি ঘরের বাইরে। যে ঘরের দরজার বাইরে প্রদীপ জ্বলে, সেখানে প্রবেশ করেন না যমরাজ। অর্থাৎ ওই পরিবার অকাল মৃত্য়ুর হাত থেকে রক্ষা পায় বলেও মনে করা হয়।

আরও পড়ুন: Dhanteras 2025: ধনতেরাসের রাতে ঘোরেন যমরাজ, দরজার বাইরে প্রদীপ জ্বালিয়ে পরিবারকে রক্ষা করুন অকাল মৃত্যুর হাত থেকে

প্রত্যেক বছর কার্তিক মাসের ত্রয়োদশ তিথি তে যেমন ধনতেরাস পালন করা হয়, তেমনি যমরাজের উদ্দেশ্যে প্রদীপও জ্বালানো হয়। যমরাজের হাত থেকে পরিবারকে রক্ষা করতে এই যম দ্বীপ জ্বালানো হয়। মৃত্য়ু যাতে পরিবারের সদস্যদের স্পর্শ করতে না পারে, তার জন্যই যমরাজকে ধনতেরাসের দিন দরজার বাইরে থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষ।

দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, প্রদীপ জ্বালিয়ে যমরাজকে তুষ্ট করার চেষ্টা চলে। ঘরের বাইরে থেকেই যাতে মৃত্যুর দেবতা ফিরে যেতে পারেন, সেই প্রচেষ্টা করা হয়। তাই ধনতেরাসের রাতে সন্ধেবেলায় দরজার বাইরে জ্বালানো হয় প্রদীপ।

ধনতেরাসের দিন কখন যমরাজকে তুষ্ট করতে প্রদীপ জ্বালাবেন 

১৮ অক্টোবর বিককেল ৫.৫৯ থেকে ৭.১২ মিনিট সময়ের মধ্যে এই প্রদীপ জ্বালাতে হবে।

কীভাবে এই প্রদীপ জ্বালাবেন 

ধনতেরাসের সন্ধেবেলা দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালাবেন।

ধনতেরাসের দিন যখন প্রদোষকাল চলে, সেই সময় যমরাজ মর্তে আবির্ভূত হন বলে মনে করা হয়।

আটা বা ময়দা দিয়ে একটি বড় প্রদীপ তৈরি করুন। এরপর  ওই প্রদীপের চারদিকে চারটি সুতীর কাপড়ের সলতে লাগিয়ে দিন। এরপর ওই প্রদীপে সরষের তেল ঢেলে জ্বালিয়ে দিন। বাড়ির মূল দরজার বাইরে এই প্রদীপ রাখতে হবে। শুধু তাই নয়, প্রদীপের চারপাশে চাল ছড়িয়ে দিন মনে করে।

প্রদীপ জ্বালিয়ে ওম যযম দেবতায় নমঃ বলে মন্ত্রো উচ্চারণ করুন।

(প্রচলিত বিশ্বাসের উপর নির্ভর করে এই কপিগুলি লেখা হচ্ছে)