Yama Deepam (Photo Credit: Unsplash)

Dhanteras 2025: আগামী ১৮ অক্টোবর ধনতেরাস (Dhanteras 2025)। ৫ দিনের দীপাবলি (Diwali 2025) উৎসবের সূচনা হয় এই ধনতেরাসের দিন থেকে। ধনতেরাসে যেমন ধনলক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরির পুজো করা হয়, তেমনি মৃত্যুর দেবতা যমকেও (Yama Deepam)তুষ্ট করা হয়।

মনে করা হয়, ধনতেরাসের দিন সন্ধেবেলায় যম দেবতার উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে হয়। বাড়ির মুখ্য দরজায় প্রদীপ জ্বালাতে হয়। যম দেবতাকে তুষ্ট কারর অর্থ, আপনি আপনার পরিবার থেকে অকাল মৃত্যুর যোগকে দূরে ঠেলে দিচ্ছেন।

ধনতেরাসের দিন সন্ধেবেলায় বাড়ির মূল দরজার বাইরে জ্বালাতে হয় ৪টি প্রদীপ। মনে করা হয়, ধনতেরাসের দিন যমরাজ যখন প্রত্যেকটি ঘরের বাইরে দিয়ে ঘোরাফেরা করেন, সেই সময় যে দরজায় তিনি প্রদীপ জ্বালানো দেখেন, সেখান থেকে সরে যান। অর্থাৎ ধনতেরাসের দিন বাড়ির দরজার বাইরে প্রদীপ জ্বালিয়ে রাখলে, সেই পরিবার অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় বলে মনে করা হয়।

আরও পড়ুন: Dhanteras 2025: হুটহাট পয়সা জলে দেবেন না; ধনতেরাসে খাঁটি সোনা চেনার উপায়, দোকানে গিয়ে না ঠকতে দেখে নিন গুরুত্বপূর্ণ টিপস

তাই দীপাবলি উৎসবের সূচনায় যম দেবতাকে তুষ্ট করুন। ঘরের বাইরে জ্বালিয়ে রাখুন ৪টি প্রদীপ। দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। হিন্দু মতে, যমরাজ দক্ষিণ দিক থেকেই ঘরে প্রবেশ করেন।