রাখি বন্ধন উৎসব ২০২৫ (File Photo)

হিন্দু (Hindu) ধর্মের অন্যতম উৎসব হল রাখি বন্ধন (Rakhi Purnima 2025) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) হাত ধরে এই উৎসবের সূচনা হয় এই বিশেষ দিনে মূলত দিদি বোনেরা ভাইদের হাতে সুরক্ষার জন্য রাখি বাঁধেন সাধারণত, রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পালিত হয় আসুন এই বছরের রাখি বন্ধন নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক

চলতি বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে?

এই বছর রাখি পূর্ণিমা পড়েছে অগস্ট, রবিবার

রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে?

এদিন র্ণিমা তিথি লাগছে ৮ অগস্ট, বেলা ১/৫৫/২৫-এ এবং পূর্ণিমা থাকছে ৯ অগস্ট বেলা ১/৩৯/৪৫ মিনিট পর্যন্ত।

রাখি বন্ধনের শুভ যোগ কখন?

পরানোর শুভ সময় হল ৯ অগস্ট ভোর ৫টা ৩৫ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত। আবার ৯ অগস্ট বেলা ১২টা থেকে দুপুর ১২টা ৫৩ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই সময়কে রাখি পরানোর জন্য আরও শুভ বলে বিবেচনা করা হচ্ছে

কতক্ষণ রাখি পরে থাকা উচিত?

শাস্ত্র মতে, রাখি পরানোর পর অন্তত ২৪ ঘণ্টা তা পরে রাখা উচিত।

চলতি বছরে রাখি পূর্ণিমা কবে? জানুন রাখি পরানোর শুভ সময়