দুর্গাপুজো বলতে প্রথমেই নাম আসে কলকাতার। থিম আর সাবেকী পুজোর জন্য জগৎজোড়া খ্যাতি রয়েছে তিলোত্তমার। তবে এবার কলকাতাকে টেক্কা দেওয়ার মতো চমক থাকছে প্রবাসের পুজোতেও। ঠিক যেমন প্রতি বছর নজর কাড়ছে ওড়িশার চণ্ডী মেধার পুজো। ২.৫ কুইন্টাল রূপো দিয়ে সেজে উঠেছে এই মা দুর্গা। ৭৫ বছর ধরে ওড়িশার কটক শহরের জবরা দুর্গা মন্দির পরিচালনা কমিটি এই ঐতিহ্যকে বয়ে চলেছে। এখানে দুর্গা মূর্তিকে এভাবে সাজানো হয়। মায়ের গায়ে ময়ূর নকশার কাজ এক লহমায় নজর কাড়ে। মূর্তির পিছনে ব্যবহৃত চালা পর্যন্ত রূপো দিয়ে তৈরি এখানে। রূপোর মধ্যে কারিগরদের হাতের ছোঁয়ায় চোখ ধাঁধানো সব নকশা আঁকা, যা দেখতে ভিড় জমান ভক্তরা।
২.৫ কুইন্টাল রূপো দিয়ে এই সুন্দর মা দুর্গাকে দর্শন করেছেন কি?
Cuttack’s iconic Chandi Medha, the stunning silver filigree work adorning Maa Durga.
A tradition found nowhere else in India!#DurgaPuja #Cuttack #Odisha pic.twitter.com/CYxd6W8NeS
— Manas Muduli (@manas_muduli) September 26, 2025