আজ চতুর্দশী তিথিতে পালিত হবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় নরক চতুর্দশী। বাংলা সহ গোটা দেশে একে ভূত চতুর্দশীও বলা হয়। মনে করা হয়, নরক চতুর্দশীর দিন পিতৃপুরুষরা মর্ত্যের কাছাকাছি আসতে থাকেন। আর তাঁদের উদ্দেশেই সেদিন বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানো হয়। হিন্দু শাস্ত্র মতে এই প্রথার অন্যতম অংশ হল চোদ্দ শাক খাওয়া। মনে করা হয়, আগামী ৭ পুরুষের শুভ কামনায় এই চোদ্দ শাক খাওয়া হয়।নিয়ম অনুযায়ী সেই শাকের জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়ার রীতি প্রচলিত। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে না বলে মনে করা হয়। যে চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে তার মধ্যে রয়েছে, জয়ন্তী, শাঞ্চে, হিলঞ্চ, ওল, পুঁই, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, পলতা, শুলকা, গুলঞ্চ, ভাঁটপাতা ও শুষণী।
এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চতুর্দশী আরম্ভ হবে আজ ১৯ অক্টোবর, রবিবার (২ কার্তিক, রবিবার) দুপুর ১টা ৫৩ মিনিটে। চতুর্দশী তিথি শেষ হবে ২০ অক্টোবর, সোমবার (৩ কার্তিক, সোমবার) দুপুর ৩টে ৪৫ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে চতুর্দশী আরম্ভ হবে আজ ১৯ অক্টোবর, রবিবার (২ কার্তিক, রবিবার) দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে। চতুর্দশী তিথি শেষ হবে ২০ অক্টোবর, সোমবার (৩ কার্তিক, সোমবার) দুপুর ২টে ৫৫ মিনিট ৫৫ সেকেন্ডে।