অযোধ্যায় সোমবার রামলালা সঙ্গে পালন করা হল রঙের উৎসব হোলি। এদিন তার মনোমুগ্ধকর প্রতিমা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। তার কপালে লাগানো হয় আবির। রামলালার পোশাকও ছিল বেশ আকর্ষণীয়। এই দিন অযোধ্যাবাসীদের সঙ্গে অন্যান্য ভক্তরা প্রথমবার রামজির সঙ্গে রঙের উৎসব হোলি খেললেন।
এদিন রামলালার উপর ফুল বর্ষণ করেন পুরোহিতরা এবং তার মূর্তির সঙ্গে হোলি খেললেন সকলে। রামলালাকে সাজানোর জন্য তাকে নিবেদন করা হয় আবির। আজ ভক্তের সংখ্যা ছিল অগুনতি। অযোধ্যার মানুষও হোলি উৎসব উপলক্ষে খুব খুশি ছিলেন। অযোধ্যার নয়া ঘাটের বাসিন্দা রাম কৃপাল রাম মন্দিরে হোলি খেলে খুব খুশি হয়েছিলেন।
জানা গেছে, ৪৯৫ বছর পর এই মহলে হোলি খেললেন রামলালা। এদিন মন্দিরে পৌঁছান দেশ-বিদেশের মানুষ। হোলির সময় অযোধ্যায় প্রথমে মঠ মন্দিরে উপস্থিত ভগবানকে আবির নিবেদন করে হোলি খেলার অনুমতি নেওয়া হয়। এরপরই রঙের উৎসব হোলির আনন্দে মেতে ওঠে গোটা অযোধ্যা। জানা গেছে, এদিন ৫৬ ধরনের খাবার দেওয়া হয় রামলালাকে। রামলালার দর্শনে আসা ভক্তদেরও হোলি উপলক্ষে নাচ গান করতে দেখা যায়।