Lord Ganesh (Photo Credit: ANI)

নয়াদিল্লি: গণেশ মূর্তিতে চলছে তুলির শেষ ছোঁয়া। হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই শুরু হবে গণেশ পুজো। এই বছর গণেশ চতুর্থী উৎসব শুরু হবে ১৯ সেপ্টেম্বর। পুজো শুরুর আগে গুজরাটের সুরাটে গণেশ মূর্তিগুলোর (Lord Ganesh Idols) উপর শেষ তুলির ছোঁয়া দিতে দেখা গিয়েছে মৃৎশিল্পীদের৷ দেখুন ভিডিও।

দেখুন ভিডিও

উল্লেখ্য, গণেশ চতুর্দশী, যাকে বিনায়ক চতুর্দশী বা গণেশ উৎসবও বলা হয়। মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো বেশ কয়েকটি রাজ্যে ভগবান গণেশের সম্মানে উত্সবটি অনেক আড়ম্বর এবং উত্সাহের সঙ্গে পালন করা হয়।