Ambubachi Mela (Photo Credit: X@PTI_News)

আজ (২৬ জুন) শেষ হচ্ছে অম্বুবাচী। গত রবিবার (২২ জুন) শুরু হয়েছিল এ বছরের অম্বুবাচী, যার নিবৃত্তি হচ্ছে আজ ২৬ জুন। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী, অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব, রজঃউৎসব নামেও পালিত হয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনি। বাংলা প্রবাদে রয়েছে, ‘কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।’ এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ, পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। অর্থাৎ সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের ৭ তারিখ থেকে ১০ দিনের মধ্যে এই পার্বণ পালন কাল। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হয়েছিল ২২ জুন অর্থাৎ ৭ আষাঢ় দুপুর ২/৫৭ মিনিটে এবং শেষ হয়েছে গতকাল (২৫ জুন অর্থাৎ ১০ আষাঢ়) রাত ৩/২১ মিনিটে। আজ সকাল থেকে দেবী দর্শনের আশায় ভিড় জমিয়েছেন ভক্তরা। আরও পড়ুন Ambubachi 2025: অম্বুবাচী নিবৃত্তির সময় এগিয়ে আসছে, রজঃস্বলা মুক্ত হবেন ধরিত্রী, এই সময় কী কী কাজ করতেই হবে দেখুন

মেলার শেষ দিনে ভক্তদের ঢল

গোটা দেশে এই উৎসব পালিত হলেও তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দিরে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মত হয়।  কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর তিন দিন  বিশেষ উৎসব এবং মহা মেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। ব্রাহ্মণ্যযুগে কালিকাপুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসেবে, কামাখ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন। কালিকা পুরাণের মতে, কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিয়ে করেন। এখানে তার মৃতদেহের যোনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। ।