Ambubachi Mela (Photo Credit: X)

Ambubachi 2025: ২৬ জুন শেষ হচ্ছে অম্বুবাচী। ২২ জুন শুরু হয়েছে এ বছরের অম্বুবাচী। নিবৃত্তি হচ্ছে ২৬ জুন। নিবৃত্তির দিন প্রথমে বাড়ির ঠাকুরের সিংহাসন বা দেবী মূর্তি ঢেকে দেওয়ার যে লাল রংয়ের কাপড়, তা তুলে ফেলতে হবে। লাল রংয়ের কাপড় তুলে ফেলে স্নান করানোর নিয়ম রয়েছে। এরপর যে মূর্তিতে যে পোশাক ছিল, তাও ছাড়িয়ে দিতে হবে বলে জানা যায়।

আরও পড়ুন: Ambubachi 2025: ধরিত্রী পূর্ণ রজঃস্বলা, তাই অম্বুবাচীতে ভুলেও করবেন না এই সমস্ত কাজ, সাবধান

এসবের পাশাপাশি অম্বুবাচী (Ambubachi) ছেড়ে গেলে বাড়ির বিধবা মহিলাদের সমস্ত জামাকাপড়, পোশাক কেঁচে ফেলতে হয়। বিছানার চাদর তুলে তা কাঁচতে হবে। নিজেদের ভালভাবে স্নান করতে হবে। অর্থাৎ অম্বুবাচীর দিনগুলিতে পরে থাকা পোশাক বা অন্যান্য জিনিসপত্র সব ভাল করে সাবান দিয়ে কেঁচে ফেলতে হয় বিধবা মহিলাদের। হিন্দু ধর্মে এমন রীতিই কথিত রয়েছে।

সেই সঙ্গে অম্বুবাচী নিবৃত্তি হলে যে কোনও মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। অম্বুবাচী ছাড়লে মানুষ দেবীর দর্শন পান। ঠিক যেমন কামাখ্যা মন্দিরে হয়, তেমনি দেশের অন্য মন্দিরগুলির জন্যও এই নিয়ম প্রযোজ্য।

প্রসঙ্গত অম্বুবাচীর দিনগুলিতে যাঁরা এই নিয়ম পালন করেন, তাঁরা রান্না করা কোনও খাবার খান না। অর্থাৎ যাঁরা অম্বুবাচী পালন করেন, সেই সমস্ত ব্রক্ষ্মচারী বা বিধবা মহিলারা, এই ৪ দিন ফলমূল খেয়ে থাকেন। অম্বুবাচী ছাড়ার পর তাঁরা আগুনে রান্না অন্ন গ্রহণ করেন।