Ambubachi: শুরু হয়েছে অম্বুবাচী (Ambubachi 2025)। প্রত্যেক বছর আষাঢ় মাসে পালন করা হয় এই অম্বুবাচী। বিশ্বাস, এই সময় ধরিত্রী রজঃস্বলা হন। রজঃস্বলা হন দেবী কামাখ্যাও। সেই কারণে বিভিন্ন বিধি নিষেধ পালন করা হয় এই সময়ে। ধরিত্রী রজঃস্বলা হন, এই বিশ্বাস থেকেই অম্বুবাচীতে অনেকে পুজো করেন না। গত রবিবার থেকে অম্বুবাচী শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। ফলে এই সময়ে বিভিন্ন ধরনের বিধি নিষেধ হিন্দু ধর্মে রয়েছে।
অম্বুবাচীতে কী কী করা যায় না, তেমনই একটি তালিকা নীচে দেওয়া হল। যা দেখে সতর্ক হতে পারবেন আপনিও...
বলা হয়, অম্বুবাচীতে মাটি খুঁড়তে নেই।
কোনও গাছ লাগাতে নেই অর্থাৎ বৃক্ষ রোপণ নিষিদ্ধ। ধরিত্রী রজঃস্বলা হন। তাই এই সময় বৃক্ষ রোপণ করা যায় না বলে মনে করা হয়।
কৃষিকাজ বন্ধ থাকে এই সময়। প্রচলিত বিশ্বাস থেকে মাটিতে লাঙ্গল চালাতে নেই।
অম্বুবাচীতে পুজো করতে নেই। অনেকে এই সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রাখেন।
নতুন ঘরে প্রবেশ অর্থাৎ গৃহপ্রবেশ করা যায় না।
বিয়ে বা মাঙ্গলিক অনুষ্ঠান করা যায় না। অর্থাৎ যে কাজগুলি মঙ্গলজনক, তা অম্বুবাচীর সময় করা হয় না বলে মনে করা হয়।
এই সময় অনেকে রান্না করেন না। বিশেষ করে ব্রাক্ষ্মণ, ব্রক্ষ্মচারী এবং বিধবা মানুষরা এই সময় রান্না করেন না বলে জানা যায়। ফলে এই সময় অনেকে রান্না করা খাবার খান না। ফলমূল খেয়ে কাটান ৪ দিন।
এই সময় যেমন দেব বিগ্রহ যেমন স্পর্ষ করা যায় না, তেমনি অনেকে বিছানায় ঘুমোন না। মেঝেতে শুয়ে ৪ রাত কাটান।