Swami Vivekananda Jayanti 2022 Quotes In Bengali: রাত পোহালেই ভারত পথিক স্বামী বিবেকানন্দের ১৫৯-তম জন্ম বার্ষিকী(Swami Vivekananda Jayanti 2022 Quotes)। এই সেই মহামানব যিনি জীব সেবাকেই শিব সেবা মনে করতেন। রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য জীবে প্রেমের মাধ্যমে ঈশ্বরের সেবাকে ধ্যানজ্ঞান করেছিলেন। মানুষে মানুষে কোনও ভেদাভেদ করেননি। মুচি মেথর সব্বাইকে ভাইয়ের জায়গা দিয়েছেনl আমেরিকার শিকাগো শহরের বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ১৯৮৪ সালে বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুবদিবস হিসেবে ঘোষণা করে ভারত সরকার। এই দিনে বিবেকানন্দের বিখ্যাত উদ্ধৃতি আপনাদের জন্য নিয়ে এসেছে LatestLY বাংলা। সেগুলি আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন।