Varanasi: এবার কাশীর বিশ্বনাথের মন্দিরে প্রবেশেও মানতে হবে পোশাকবিধি, কেন জানেন?
কাশীতে বিশ্বনাথের মন্দির (Photo Credit: Twitter)

বারাণসী, ১৩ জানুয়ারি: দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের মতো এবার বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলেও দর্শণার্থীদের মানতে হবে পোশাকবিধি। মন্দির কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া পোশাকের বাইরে অন্যকিছু পরিধান করে মন্দিরে প্রবেশ করা যাবে না। কাশী-বিশ্বনাথ মন্দির পরিষদের তরফে জানানো হয়েছে, মহিলাদের পরতে হবে শাড়ি আর পুরুষদের ধুতি কুর্তা। প্যান্ট-শার্ট বা জিনস-টপ পরে কেউ যদি মন্দিরে ঢোকেন, তাঁদের নির্দিষ্ট জায়গার পর আর এগোতে দেওয়া হবে না। মূলত ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তাল রেখেই এই নয়া পোশাকবিধি তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে কাশীর-বিশ্বনাথ মন্দির পরিষদ জানিয়েছে, শাড়ি ও ধুতি কুর্তা পরে যাঁরা আসবেন না, তাঁরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। গর্ভগৃহে ঢুকতে গেলে নতুন পোশাকবিধি মানতেই হবে। তবে কবে থেকে এই বিধি কার্যকর হবে তার নির্দিষ্ট দিন ঘোষণা করেনি মন্দির কর্তৃপক্ষ। শুধু বলা হয়েছে, শিগগির এই নিয়ম কার্যকর করা হবে। দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে পোশাক বিধি রয়েছে। নির্দিষ্ট পোশাক পরে তবেই ঢোকা যায় মন্দিরে। এবার তা চালু হচ্ছে উত্তরপ্রদেশের কাশী-বিশ্বনাথ মন্দিরেও। আরও পড়ুন-CAA-NRC Row: সিএএ-এনআরসি নিয়ে রাজধানীতে বৈঠকে বিরোধীরা, থাকছেন না মমতা, কেজরিওয়াল ও মায়াবতী

জানানো হয়েছে, কাশীর বিদ্দত পরিষদের তরফে এই পোশাকবিধির বিষয়টি এসেছে। তবে কবে থেকে তা চালু হচ্ছে এখনও ঠিক হয়নি। প্যান্ট শার্ট-সহ অন্যান্য পশ্চিমি পোশাক পরনে থাকলে মন্দিরে ঢোকাতে নিষেধাজ্ঞা নেই, তবে গর্ভগৃহে ঢোকা যাবে না। আরও জানা গিয়েছে, সকাল এগারোটা পর্যন্ত গর্ভগৃহে ঢুকে পুজো করা যাবে। তবে