Durga Puja 2025: আর কয়েকদিনরে মধ্যে দুর্গা পুজো (Durga Puja)। সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। যার জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গা পুজোর আগে মহালয়া থেকে শুরু হয় দেবী পক্ষ। আর এই দেবী পক্ষেই মর্তে নেমে আসার তোড়জোড় শুরু করেন দেবী। দুর্গার আবাহনের দিনকেই তাই বলা হয় মহালয়া।
দুর্গাষ্টমী শুরু হওয়ার আগে কলকাতা থেকে জেলা, সর্বত্র পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে দুর্গা পুজোর আগে থেকে যদি আপনি মহিষাসুর মর্দিনী স্তোস্ত্র পাঠ করেন, তাহলে জীবন থেকে দুঃখ, দুর্দশা চলে যায়। এমনই মনে করা হয় পুরাকাল থেকে। তাইতো রামচন্দ্র বারণকে বধ করে দেবীর অকালবোধন করেছিলেন এই শরৎকালে। জীবন থেকে দুঃখ দুর্দশার কাল শেষ করতে মহিষাসুর মর্দিনী স্তোস্ত্র (Mahishashur Mardini Stotram) পাঠ করুন নিয়মিত।
আরও পড়ুন: Durga Puja 2025: কোন বাহনে মায়ের আগমন ও গমন? পঞ্জিকার বিশ্লেষণে লুকিয়ে আছে রহস্য! আপনিও জেনে নিন
মহিষাসুর মর্দিনী স্তোস্ত্র পাঠের সুফল
মনে করা হয় এই মহিষাসুরনমর্দিনী স্তোস্ত্র অত্যন্ত শক্তিশালী।
এই স্তোস্ত্র পাঠে জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা কেটে যায় বলে মনে করা হয়।
যাঁরা এই স্তোস্ত্র প্রতিদিন পাঠ করেন, মা দুর্গা তাঁদের আশীর্বাদ করেন।
মোক্ষ লাভ করতেও মহিষাসুরমর্দিনী স্তোস্ত্রের তুলনা নেই বলে মনে করা হয়।
জীবনের বাধা, বিপত্তি দূর করতে এই স্তোস্ত্র পাঠ করুন নিয়মিত।
চিন্তা, ভাবনা থেকে মুক্তি পেতে, জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতে এই স্তোস্ত্রের অসীম গুন রয়েছে।
ভয়, দুঃখ কাটাতে এই স্তোস্ত্রের কোনও বিকল্প নেই।
কীভাবে এই স্তোস্ত্র পাঠ করবেন
প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠুন।
ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন চটপট।
এরপর দেবী দুর্গার ছবি বা মূর্তিতে ফুল, মালা দিয়ে ভক্তিভরে পুজো করুন।
দেবীকে নিষ্ঠাভরে ভোগ রান্না করে দিন। লুচি, সুজি দিয়ে ভোগ দিতে পারেন। কিংবা ফল, বাতাসা দিয়েও ভক্তিভরে পুজো করতে পারেন।
এরপর মা দুর্গার স্তোস্ত্র পাঠ শুরু করুন ভক্তিভরে।
দুর্গা পুজোর আগে থেকে পাঠ করুন মহিষাসুরমর্দিনী স্তোস্ত্র, কেটে যাবে দুঃখ, দুর্দশার কাল