Durga Puja 2025: আর কয়েকদিন পর থেকে শুরু বাঙালির প্রাণের উৎসব। সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো (Durga Puja)। তার আগে ২১ সেপ্টেম্বর মহালয়া। ওইদিন দেবীর আগমণের আবাহন হবে। আকাশ, বাতাস জুড়ে বয়ে যাবে খুশির হাওয়া। তাইতো পিতৃপক্ষ শুরু হয়েছে ঠিকই কিন্তু বাঙালি দিন গুনছে দেবী পক্ষের আগমনের।
দেবীপক্ষের আগমণ হলেই মহালয়ার (Mahalaya) আগমন। আর ওইদিন থেকেই দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। এবার ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহাপঞ্চমী। চতুর্থীর পর ওইদিন থেকেই শুরু হয়ে যাবে বাঙালির ঠাকুর দেখার বহরষ প্যান্ডেল হপিংয়ের পালা।
দেখে নিন দুর্গা পুজোর তালিকা
২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমী
মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর
২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী
৩০ সেপ্টেম্বর মহাষ্টমী
১ অক্টোবর মহানবমী
দশমী ২ অক্টোবর
দুর্গা পুজো শুরু এবং শেষের দিন কবে
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো
২ অক্টোবর মহাদশমী দিয়ে শেষ হচ্ছে দুর্গা পুজো
মহালয়া থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যায়
মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয়। ওইদিন পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়। তাই মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ করতে দেখা যায় বহু মানুষকে। পূর্বপুরুষকে জল এবং তিল দান করা হয় ওইদিন। পুর্বপুরুষকে তুষ্ট করে তাঁদের আশীর্বাদ নিয়েই বাঙালি শুরু করে দেবীপক্ষ।
দুর্গা পুজোর নিয়ম
ষষ্ঠী অর্থাৎ ২৮ সেপ্টেম্বর দেবী দুর্গার বোধন।
সপ্তমীতে হয় কলা বউ পুজো। ওইদিন নবপত্রিকা স্নান করিয়ে তবে মণ্ডপে নিয়ে আসা হয়। কলা বউ স্নানের রীতিকে দুর্গা পুজোর অন্যতম শুভ সময় বলে মনে করা হয়।
মহাষ্টমীর অবসরকে সবেচেয়ে শক্তিশালী ক্ষণ বলে মনে করা হয়। এই দিন বেলুড় মঠে যেমন কুমারী পুজো হয়, তেমনি বহু বনেদি বাড়িতে বৈষ্ণব মতে পুজো করা হয় দেবী দুর্গাকে। তাই মহাষ্টমীকে অনেকেই আমিষ ছুঁয়ে দেখেন না। পাতে তোলেন না অন্নের দানা। রুটি, লুচি খেয়ে মহাষ্টমী পালন করেন বহু মানুষ।
মহানবমী হল সেই দিন যখন বহু জায়গায় দেবীর সামনে বলি দেওয়া হয়। নবমীর হোম এবং বলি প্রথা নিষ্ঠাভরে পালন করা হয়। বহু জায়গায় বর্তমানে আখ, চালকুমড়ো বলি দিয়ে প্রথা পালন করা হয়।
দশমী হল সেই দিন যখন মা দুর্গা বিদায় নেন ৪ দিন মর্তলোকে কাটিয়ে। দশমীতে যেমন দর্পন বিসর্জনের পর যাত্রা মঙ্গল পড়ার রীতি রয়েছে, তেমনি বহু বাড়িতে ওইদিন জোড়া ইলিশ তোলা হয়। কথিত আছে, পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে দেবী ওইদিন মর্তলোক থেকে কৈলাশে ফিরে যান।